লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco M7 5G Sale Today: প্রথম সেলে আজ সবচেয়ে সস্তায় Poco M7 5G, কাল থেকে বাড়বে দাম, সেরা ক্যামেরা সহ আছে দুর্দান্ত ফিচার | Poco M7 5G Price

Published on:

আপনি যদি ১০,০০০ টাকার কমে বেশি র‌্যাম, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারির ফোন কিনতে চান তাহলে Poco M7 5G সেরা বিকল্প হতে পারে। ডিভাইসটি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। আজ অর্থাৎ ৭ মার্চ ফোনটি প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর ১২টায় এর সেল শুরু হবে। এর দাম শুরু ৯,৯৯৯ টাকা থেকে। ফিচারের কথা বললে Poco M7 5G ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, IP52 রেটিং, ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।

Poco M7 5G এর দাম ও সেল অফার

ভারতে পোকো এম৭ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। তবে মনে রাখবেন এই দাম কেবল সেলের প্রথম দিন, অর্থাৎ ৭ মার্চের জন্য। ফ্লিপকার্টে দুপুর ১২টা থেকে শুরু হবে প্রথম সেল। মিন্ট গ্রিন, ওশান ব্লু এবং সাটিন ব্ল্যাকের মতো কালার ভ্যারিয়েন্টে কেনা যাবে এই ফোন।

READ MORE:  এই পাঁচ কারণে ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন Motorola G35 5G

লঞ্চ অফারের কথা বললে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও আছে।

Poco M7 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৭ ৫জি ডিভাইসে আছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬৪০ পিক্সেল) ডিসপ্লে। সংস্থার দাবি, এটি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে সহ এসেছে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সংস্থাটি জানিয়েছে যে এই ডিসপ্লে চোখের সুরক্ষার জন্য টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান সার্টিফিকেশন প্রাপ্ত।

READ MORE:  Poco M7 5G India Launch Date: ১০,০০০ টাকার মধ্যে সেরা ৫জি ফোন আনছে পোকো, ১২ জিবি র‍্যামের সঙ্গে ৩ মার্চ লঞ্চ হবে | Poco M7 5G Price India

পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে পাওয়া যাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। আবার এতে ৬ জিবি টার্বো র‌্যাম সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, Poco M7 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  CMF Phone 2 Design: Nothing Phone 3a সিরিজের পর আরও একটি দুর্দান্ত ফোন আনছে নাথিং, লঞ্চের আগেই ফাঁস হল ছবি | CMF Phone 2 Price

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ডুয়াল ৪জি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, একটি 3.5 মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.