Poco-এর নতুন স্মার্টফোন M7 Pro 5G একের পর এক বিভিন্ন বাজারে লঞ্চ হচ্ছে। গত বছরের ডিসেম্বরে ডিভাইসটি কয়েকটি বাজারে পা রেখেছিল। এখন মডেলটি ব্রিটেনে পাওয়া যাবে। Xiaomi-এর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা বিশেষ অফারের লাভ ওঠাতে পারবেন। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Poco M7 Pro 5G এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
পোকো এম৭ প্রো ৫জি দুটি র্যাম ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯৯ পাউন্ড (প্রায় ২২,৫০০ টাকা)। আর এর ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৩৯ পাউন্ড (প্রায় ২৭,১০০ টাকা)। এটি সবুজ, বেগুনি ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটি প্রথম সাত দিন ৪০ পাউন্ড কমে কেনা যাবে।
Poco M7 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
পোকো এম৭ প্রো ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ২,১০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সহ), 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Poco M7 Pro 5G স্মার্টফোনে ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে