Poco X7 Pro: প্রেমদিবসে Poco-র বাম্পার অফার, দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারির ফোনে বিশাল ডিসকাউন্ট | Poco X7 Pro 5G Gets Rs 3000 Discount

POCO X7 সিরিজ এই বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে POCO X7 ও X7 Pro নামে দুটি মিড-রেঞ্জ স্মার্টফোন এসেছে। সামনে ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে এখন ফ্লিপকার্টে প্রো মডেলটি আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। এই অফার চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যাঙ্ক অফার এবং ফ্লিপকার্টের ডিসকাউন্ট ধরে ফোনটির উপর অনেক টাকা সাশ্রয় করা যাবে।

POCO X7 Pro ভারতের বাজারে লঞ্চ হয়েছিল ২৭,৯৯৯ টাকায়। এটি বেস ৮ জিবি+ ২৫৬ জিবি মডেলের দাম। আর ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাক। স্মার্টফোনটি ফ্লিপকার্টে একই দামে তালিকাভুক্ত রয়েছে, তবে বেশ কিছু অফার রয়েছে যা দাম ৩,০০০ টাকা পর্যন্ত কমিয়ে দেয়।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে সেলে হাজার হাজার টাকা কমে কিনুন Motorola Edge 50 Fusion, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

প্রথমেই, এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড লেনদেনের উপর ২,০০০ টাকা তাৎক্ষণিক ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। আবার ই-কমার্স প্ল্যাটফর্মটির ‘বাই মোর, সেভ মোর’ অফারের অধীনে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় রয়েছে। ফোনটি শপিং কার্টে যোগ করার পরে ডিসকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়ে যাবে।

সব মিলিয়ে POCO X7 Pro-এর উভয় ভেরিয়েন্টের কার্যকর মূল্য ২৪,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকায় নেমে আসছে। শর্তাবলী অনুসারে, এই অফার ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি নেবুলা গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক এবং হলুদ রঙে কেনা যাবে। মনে রাখবেন, এখন ফ্লিপকার্ট ৪৯ টাকা অফার হ্যান্ডলিং ফি এবং ৫৯ টাকা প্যাকেজিং চার্জ আরোপ করছে।

READ MORE:  অবিশ্বাস্য অফার! মাত্র ৬২৯৯ টাকায় Samsung এর ৮ জিবি র‌্যামের ফোন, পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

স্পেসিফিকেশনের কথা বললে, পোকোর এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৯০ ওয়াট ফাস্ট চার্জ সহ ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি, ও বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স রয়েছে।

READ MORE:  শুরু হচ্ছে ধামাকা সেল, ১২ হাজার টাকা পর্যন্ত দাম কমলো OnePlus 13, OnePlus 12R ফোনের

Scroll to Top