লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Pohela Boishakh 2025 Wishes: শুভ নববর্ষ, পয়লা বৈশাখে প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা, খুশি হবেই হবে | Bangla Noboborsho Wishes

Published on:

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন যেটার অপেক্ষা করছিলেন সকলে। কাল পয়লা বৈশাখ, অর্থাৎ নতুন বাংলা বছরের শুরু। আর এই বিশেষ দিনটিকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব। বাড়িতে বাড়িতে চলছে দেদার খাওয়া-দাওয়া আনন্দ উৎসব। প্রতি বছর এপ্রিল মাসে বৈশাখী উৎসব পালিত হয়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাস চৈত্র মাসের পরে আসে এবং বৈশাখ মাসের প্রথম দিনটিকে বৈশাখী বলা হয়। এই বছর এই বিশেষ তারিখটি আজ অর্থাৎ ১৫ই এপ্রিল পড়ছে। এমন পরিস্থিতিতে সারা দেশে বৈশাখী উৎসব অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হচ্ছে। আর এই বিশেষ মুহুর্ত আপনি আপনার কাছের এবং প্রিয়জনদের কিছু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তাঁদের অভিনন্দন জানাতে পারেন। কী কী শুভেচ্ছা বার্তা (Pohela Boishakh 2025 Wishes) পাঠাতে পারেন তা জেনে নিন এই লেখাটির মাধ্যমে।

প্রিয়জনকে শুভেচ্ছা জানান এভাবে

১) এই বৈশাখ আপনার ও আপনার পরিবারের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২) ঈশ্বরের কৃপায় তোমার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। শুভ বৈশাখ।

৩) ফসলের মতো, তোমার জীবনও যেন চির সবুজ ও সতেজতায় ভরে উঠুক। পয়লা বৈশাখের শুভেচ্ছা।

৪) এই বৈশাখ উৎসব তোমার জীবনে নতুন উৎসাহ, নতুন সূচনা এবং নতুন সুখ বয়ে আনুক।

৫) ঢাকের তালে নাচুন, আনন্দ করুন, মনপ্রাণ দিয়ে বৈশাখ উৎসব উদযাপন করুন।

৬) এই শুভ উৎসব উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের জন্য শুভকামনা।

৭) এই পয়লা উৎসব আপনার জীবনে আনন্দের নতুন ফসল বয়ে আনুক।

READ MORE:  ওয়েবসাইট ক্র্যাশ অতীত, ঝটপট হবে টিকিট বুকিং! ১৫ ফেব্রুয়ারি থেকে নয়া ব্যবস্থা রেলের

৮) এই পয়লা বৈশাখে তোমার জীবনও মিষ্টতা ও ভালোবাসায় ভরে উঠুক। পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

৯) বৈশাখ মানে প্রতিটি হৃদয়ে আনন্দ, প্রতিটি ঘরে আলো হয়ে ওঠা। শুভ বৈশাখের শুভেচ্ছা।

১০) আসুন এই বিশেষ দিনে আমরা সেবা, সত্য এবং ভালোবাসার শপথ নিই। শুভ পয়লা বৈশাখ।

১১) বৈশাখ মাস কেবল ফসল কাটার উৎসব নয়, বরং নতুন আশা এবং নতুন সূচনারও উৎসব। শুভ পয়লা বৈশাখ।

১২) বৈশাখ উৎসব ধর্ম, সেবা এবং ঐক্যের বার্তা বয়ে আনে। আপনার ও আপনার পরিবারকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা।

১৩) ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং আনন্দের সাথে বৈশাখ উৎসব উদযাপন করুন। পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৪) নতুন আশা, নতুন ভোর – বৈশাখ উৎসব আপনার জীবনে আনন্দ বয়ে আনুক এই কামনাই করি। শুভ পয়লা বৈশাখ।

১৫) আসুন আজ আমরা একত্রিত হই এবং বৈশাখের রঙে ডুবে যাই। শুভ পয়লা বৈশাখ।

১৬) নতুন বছরে আপনি সকল ঘাত প্রতিঘাত থেকে রক্ষা পান, এই কামনাই করি। পয়লা বৈশাখের শুভেচ্ছা।

১৭) আসুন কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বছরে বিশেষ কিছু করার অঙ্গীকার করি যা সাধারণ মানুষের হিতে হয়। পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা।

১৮) এই বাংলা নববর্ষে আপনাদের সকলের জন্য রইলো অসংখ্য সুখ ও সমৃদ্ধির শুভেচ্ছা। শুভ পয়লা বৈশাখ!
১৯) শুভ নববর্ষ! এই নতুন বছর আপনাকে সুখ এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।

২০) এই পয়লা বৈশাখে, ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ নববর্ষ!
২১) শুভ নববর্ষ, এই বছরটি আপনার জীবনে অনেক শুভকামনা বয়ে আনুক এই আশাই রাখি।

২২) পয়লা বৈশাখ মানেই নতুন কিছু। আশা করি এই বছর তুমি তোমার জীবনে নতুন উচ্চতায় পৌঁছাবে। শুভ নববর্ষ।
২৩) পয়লা বৈশাখ এসে গেছে, পরিবারের সাথে দিনটি উপভোগ করুন। শুভ নববর্ষ।
২৪) শুভ নববর্ষ, আশা করি তোমার এই বছরটা রসগোল্লার মতোই মিষ্টি হবে।
২৫) পহেলা বৈশাখে শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধি কামনা করছি। শুভ নববর্ষ।
২৬) এই কঠিন সময়ে আপনি এবং আপনার প্রিয়জনরা নিরাপদে এবং সুস্থ থাকুন। শুভ নববর্ষ।
২৭) সকল বাঙালি বন্ধুদের শুভ নববর্ষ। সুখে থাকুন, নিরাপদে থাকুন।
২৮) একটি উজ্জ্বল এবং আনন্দময় বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ!
২৯) আমাদের পরিবার থেকে আপনার জন্য – এই নতুন বছরে স্বাস্থ্য, সুখ, শান্তির কামনা করছি। পয়লা বৈশাখের শুভেচ্ছা।
৩০) পয়লা বৈশাখ উপভোগ করুন। শুভ নববর্ষ।
৩১) যা তোমাকে দুঃখ দেয় তা ত্যাগ করো, এবং খুশির ভাবনা নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করো।

READ MORE:  বিশ্বের সবথেকে নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় নাম নেই ভারতের একটিরও

৩২) পুরনো খারাপ স্মৃতিকে পেছনে ফেলে নতুন বছরে তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ নববর্ষ প্রিয়।

৩৩) আসুন আমরা এর প্রতিটি মুহূর্তকে লালন করি। শুভ নববর্ষ।

৩৪) আসুন এই আনন্দময় নতুন বছর উদযাপন করি!

৩৫) এই নতুন বছরে তোমার সব স্বপ্ন সত্যি হোক, যা তুমি কখনো চেয়েছিলে। তোমাকে এবং তোমার পরিবারকে শুভ নববর্ষ।

৩৬) ঈশ্বর যেন সকল দুঃখ ধুয়ে মুছে দেন এবং আপনার উপর আশীর্বাদ থাকুক। শুভ বাংলা নববর্ষ।

৩৭) আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা।

৩৮) আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপদ, সুস্থ এবং সমৃদ্ধ নতুন বছর কামনা করছি। শুভ নববর্ষ।

৩৯) এই নতুন বছর আপনার জন্য আরও ভালোবাসা, সুখ এবং আশীর্বাদ বয়ে আনুক! শুভ নববর্ষ।

READ MORE:  পাকিস্তানে খুন ভারতের এক নম্বর শত্রু আবু কতাল, হাফিজ সইদের মৃত্যু নিয়েও জল্পনা

৪০) আশা করি আসন্ন নতুন বছর আপনার সকল ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে। শুভ বাংলা নববর্ষ।

৪১) আশা করি এই নতুন বছর আপনার জন্য প্রচুর আনন্দ এবং সাফল্য বয়ে আনবে। শুভ নববর্ষ।

৪২) এসো হে বৈশাখ এসো এসো…আগামী সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।

৪৩) নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।

৪৪) নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ!

৪৫) হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ… নববর্ষের শুভেচ্ছা সকলকে।

৪৬) আশা করছি, এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ।

৪৭) শুভ নববর্ষ মানে শুধুই দিন নয়, এটা হলো নতুন সম্ভাবনার সূচনা। শুভ নববর্ষ।

৪৮) বছরের প্রথম দিনে হোক একটুখানি হাসি, অনেকখানি ভালোবাসা। আপনাকে ও আপনার পরিবারকে শুভ নববর্ষের শুভেচ্ছা।

৪৯) নতুন বছর শুরু হোক ভালোবাসা ও হাসির সাথে। শুভ নববর্ষ।

৫০) পুরোনো দুঃখ ভুলে নতুন সুখের আশায় এগিয়ে চলুন। শুভ পয়লা বৈশাখ।

৫১) শুভ নববর্ষের অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে ও আপনার পরিবারকে।
৫২) শুভ পয়লা বৈশাখ! নতুন বছর হোক স্বপ্নপূরণের সেতু।
৫৩) জীবনে আসুক শান্তি, সৌভাগ্য ও সুস্থতা। শুভ নববর্ষ।
৫৪) নতুন বছর আপনার সমস্ত ইচ্ছেপূরণ করুক।শুভ নববর্ষ।
৫৫) নববর্ষের শুভ মুহূর্তে সবার জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা।
৫৬) আজ পয়লা বৈশাখ – নতুন সূর্য, নতুন আশা, নতুন প্রেরণা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.