Portable AC: নেই ইনস্টলেশনের ঝামেলা! গরম থেকে বাঁচতে মাত্র ২০২৪ টাকায় বাড়ি আনুন টাটার AC | Portable AC From Tata
সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্যাঁপসা গরমের দাপটে নাজেহাল গোটা দেশবাসী। দুপুরের রোদ যেন অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে। আর কয়েক দিনের মধ্যেই রাতেও গরমে হাঁসফাঁস করতে হবে। এসি ছাড়া ঘরে টেকা তো একেবারে দুষ্কর হয়ে পড়ছে। আর এই সুযোগে টাটা এমন একটি নতুন এসি বাজারে নিয়ে এসেছে, যা মাটিতে রেখেই পুরো ঘর ঠান্ডা করা যাবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
সব থেকে বড় ব্যাপার, এই এসিটি লাগাতে চাইলে দেওয়াল ভাঙতে হবে না। Tata Croma-র এই পোর্টেবল এসি এক ঘর থেকে অন্য ঘরে সহজেই নিয়ে যাওয়া যাবে। মানে বাড়ির যে কোন জায়গায় আপনি এসিটি রেখে হাওয়া খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক, এই বিশেষ এসির সমস্ত ফিচার এবং অফার সম্পর্কে।
Tata Croma 1.5 Ton Portable AC-র বাজার মূল্য 50,000/- টাকা। তবে সবথেকে বড় ব্যাপার, এই এসিটিতে এখন প্রচুর ছাড় চলছে। 7,010/- টাকা ছাড় দিয়ে এখন বাজার মূল্য দাঁড়িয়েছে মাত্র 42,990/- টাকা। শুধু তাই নয়, এই এসিটি আপনি EMI-তেও কিনতে পারবেন। মাত্র 2024/- টাকা মাসিক কিস্তিতে বাড়িতে নিয়ে আসতে পারবেন এই এসি। তাই কেনাকাটার জন্য এটাই একদম পারফেক্ট সময়।
টাটার এই বিশেষ এসিতে যে ফিচারগুলি পাওয়া যাচ্ছে তা হল-
1.5 টন ক্ষমতাসম্পন্ন এই বিশেষ এসিটি 170 স্কোয়ার ফুট পর্যন্ত ঘরকে খুব সহজেই ঠান্ডা রাখতে পারে। এটি 2300 ওয়াটের পাওয়ার ব্যবহার করে, যা দ্রুত ঘরকে ঠান্ডা করে। ফেলে বাইরে যতই গরম থাকুক, ঘর থাকবে একদম শীতল এবং আরামদায়ক।
এই এসিটিতে কপার কনডেন্সার ব্যবহার করা হয়েছে। ফলে দ্রুত তাপ ছড়িয়ে দেয় এবং এর আয়ু আরও আরো বাড়িয়ে তোলে। পাশাপাশি পরিবেশবান্ধব R410a রেফ্রিজারেটর ব্যবহার করা হয়েছে। যা আরও কার্যকরী কুলিং প্রদান করে। আর এসটি এমনিতেই টেকসই, তাই দীর্ঘদিন নির্ভরযোগ্য পারফরম্যান্স পাবেন।
এই এসিটিতে রয়েছে সেল্ফ-ডায়াগনোসিস ফিচার, যার মাধ্যমে আপনি কোন সমস্যা হলে আগেভাগেই সতর্ক হতে পারবেন। পাশাপাশি রয়েছে স্লিপ মোড, অর্থাৎ রাতে স্বয়ংক্রিয়ভাবেই তাপমাত্রা সামঞ্জস্য করে দেবে। এর ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ঘুম হবে আরও আরামদায়ক। এছাড়া ডাস্ট ফিল্টার প্রযুক্তি যুক্ত রয়েছে, যা বাতাসকে পরিষ্কার রাখবে। এলার্জি এবং ধুলো থেকে সুরক্ষা দেবে।
প্রথমত এই এসিটি ইনস্টলেশনের কোন রকম ঝামেলা নেই এবং দেওয়ালে ফিট করানোরও কোন দরকার পড়ে না। দ্বিতীয়ত এক ঘর থেকে অন্য ঘরে খুব সহজেই এই এসিটি বয়ে নিয়ে যাওয়া যায়। তৃতীয়ত এই এসিটির মত কম দামে দুর্দান্ত কুলিং এবং আধুনিক প্রযুক্তি অন্য কোন এসি দিতে পারবে না। তাই ঘরকে ঠান্ডা ঠাণ্ডা কুল কুল রাখতে চাইলে অবশ্যই অফারটি থাকার মধ্যে এসিটিকে বাড়িতে নিয়ে আসুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের রাজনৈতিক মহলের মোড় ঘুরিয়ে দিয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Amendment…
স্যামসাং মিড রেঞ্জে ভালোভালো ফোন বাজারে এনেছে। এরমধ্যে জনপ্রিয় Samsung Galaxy A55 5G। এই ডিভাইসটি…
যদি আপনি লম্বা ভ্যালিডিটি সহ জিওর সেরা কোনো রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) খোঁজ করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) আবারও বড়সড় ধ্বস। বিদেশে চলমান আর্থিক টানাপোড়েন সরাসরি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল 2008 সালের 24 জানুয়ারি। শাহরুখ খান ও জুহি…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম অতীত, এবার টানা দুর্যোগের জন্য তৈরি হয়ে যান বাংলার মানুষ।…
This website uses cookies.