Post Office Fixed Deposit Scheme: ঝুঁকি ছাড়া বিনিয়োগ, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে তিনগুণ হবে টাকা | India Post FD Scheme

সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান সময়ে ভবিষ্যৎ সুরক্ষা করা সব থেকে জরুরী। জীবনযাত্রার খরচ দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে, তেমনই এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মানুষের আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা। ঝুঁকিমুক্ত বিনিয়োগের কথা ভাবলেই পোস্ট অফিসে ফিক্সট ডিপোজিট স্কিম (Post Office Fixed Deposit Scheme) সেরা বিকল্প হিসেবে আমাদের সামনে আসে। কারণ, এখানে কম সময়ে ঝুঁকিহীনভাবে টাকা দ্বিগুণ কিংবা তিনগুণ করা যায়। ভাবছেন কীভাবে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কীভাবে ৫ লাখ টাকা ১৫ লাখ হবে?

অনেকের মনে এখন প্রশ্ন আসছে, মাত্র ৫ লাখ টাকা কীভাবে ১৫ লাখ টাকায় পরিণত হবে? আসুন সহজে একটি ব্যাখ্যা করি। পোস্ট অফিসের ৫ বছরের ফিক্সড ডিপোজিটে বর্তমানে ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। সেই হিসাবে আমরা কয়েকটি ধাপের মাধ্যমে আলোচনা করছি। 

READ MORE:  Business Idea: একটা ল্যাপটপই যথেষ্ট, এই ব্যবসায় বাড়িতে বসেই প্রতিমাসে আয় হবে ৫০,০০০ | Unique Business Idea Web Development To Earn Up To Rs 50000 A Month

প্রথম ধাপ- যদি আপনি ৫ লাখ টাকা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর আপনার ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দ্বিতীয় ধাপ- এবার যদি এই পুরো টাকা আবার নতুন করে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে রেখে দেন আরও ৫ বছরের জন্য, তাহলে ১০ বছরে আপনার মোট অর্থ দাঁড়াবে ১০ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা।

তৃতীয় ধাপ- এরপর শেষ যাবে আবারও ৫ বছরের জন্য এফডি করলে আপনার সেই টাকা ১৫ বছরে পৌঁছাবে ১৫ লক্ষ ২৪ হাজার ১৫৯ টাকায়। অর্থাৎ, ৫ লক্ষ টাকা সঠিকভাবে বিনিয়োগ করলে তা তিনগুণের বেশি দাঁড়াচ্ছে। 

কেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট সেরা?

বর্তমান বাজারে হাজার হাজার বিনিয়োগের অপশন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের বিশেষ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, পোস্ট অফিস সরাসরি সরকারের অধীন। তাই এখানে টাকা হারানোর কোনরকম ভয় নেই। দ্বিতীয়ত ৫ বছরের মেয়াদে পোস্ট অফিস ৭.৫% হারে সুদ দিচ্ছে, যা বেশিরভাগ ব্যাংকের তুলনাই অনেকটাই বেশি। তৃতীয়ত ৫ বছরের ফিক্সড ডিপজিটে বিনিয়োগ করলে আয়কর আইন ৮০সি অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট অফিসকে জানালে এফডি পুনরায় চালু করা যায়। 

READ MORE:  PNB গ্রাহকদের জন্য সতর্কবার্তা! এই কাজ না করলে ২৩শে জানুয়ারি থেকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে

সুদের হার কেমন?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে সুদের হার মূলত মেয়াদের উপর নির্ভর করে। যদি আপনি ১ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে ৬.৯% সুদ দেওয়া হবে। যদি ২ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে ৭% সুদ দেওয়া হবে। যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭.১% হারে সুদ দেওয়া হবে এবং যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭.৫% হারে সুদ দেওয়া হবে।

READ MORE:  Stock Market: ২৬% কমল দাম, এই স্টকে বিনিয়োগ করলে পেতে পারেন মোটা মুনাফা | Hindustan Aeronautics Limited Share Price Down

ফিক্সড ডিপোজিট বাড়ানোর নিয়ম

অনেকে হয়তো ভাবছেন, মেয়াদ শেষ হলে টাকা কীভাবে আবার এফডি করা যাবে? পোস্ট অফিসের নতুন নিয়ম অনুযায়ী, ১ বছরের এফডি পুনর্নবীকরণ করতে গেলে আপনাকে ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে। ২ বছরের এফডি-এর ক্ষেত্রে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি ৩ ও ৫ বছরের ক্ষেত্রে ১৮ মাসের মধ্য নতুন করে বিনিয়োগ করতে হবে। 

তাই যদি আপনি দীর্ঘমেয়াদী ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের অপশন খুঁজে থাকেন, তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এখানে মাত্র ৫ লাখ টাকার সঞ্চয় পরিকল্পিত উপায়ে ১৫ বছরে ১৫ লাখ টাকায় পরিণত করতে পারবেন খুব সহজেই।

Scroll to Top