লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Post Office RD Scheme: ১৫০০ টাকা বিনিয়োগে পান ১ লক্ষ টাকারও বেশি! বিশেষ অফার পোস্ট অফিসের | India Post Scheme

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিরাপদ এবং ঝুঁকিমুক্ত সঞ্চয় করতে। কিন্তু প্রশ্ন হল, কোথায় বিনিয়োগ করবেন? আর কোথায় বিনিয়োগ করলেই বা বেশি লাভ হবে এবং ঝুঁকি থাকবে না? আর এই প্রশ্নের সহজ উত্তর দিয়েছে ভারতীয় পোস্ট অফিস। পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম- পোস্ট অফিস RD অর্থাৎ রেকারিং ডিপোজিট (Post Office RD Scheme)।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই স্কিমে মাত্র ১৫০০ টাকা জমিয়েই আপনি ১ লক্ষ টাকার বেশি রিটার্ন পেতে পারেন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে টাকা জমালে আপনি মোটা অঙ্কের মুনাফা পকেটে ভরতে পারবেন।

READ MORE:  মাত্র ১০ হাজার বিনিয়োগ, আয় হবে লাখে! রইল সামান্য পরিশ্রমেই দারুণ ব্যবসার সন্ধান । Unique Business idea of Selling Moonj Grass Products to Earn Rs 20000 every month । India Hood News

কী এই পোস্ট অফিসের RD স্কিম?

পোস্ট অফিসের RD স্কিম হল একটি সঞ্চয় প্রকল্প, যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা জমা করে মেয়াদ শেষে একসঙ্গে সুদ-সহ মোটা অঙ্কের মুনাফা ফেরত পাবেন। আর এই স্কিমটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য, যারা নিয়মিত এবং ছোট অঙ্কের মূল্যধন বিনিয়োগ করতে চান। যেমন মধ্যবিত্ত পরিবার, ছাত্রছাত্রী, গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারীরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বর্তমানে কত সুদ মিলছে?

পোস্ট অফিসের সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে পোস্ট অফিসের RD স্কিমে ৬.৭% হারে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই সুদ চতুর্থ মাসিক কম্পাউন্ডিং অনুযায়ী গণনা হয়। অর্থাৎ, প্রতি তিন মাস অন্তর সুদের উপর সুদ দেওয়া হয়। ফলে মেয়াদ শেষে আপনার বিনিয়োগকৃত মূলধন মোটা অঙ্কে পরিণত হয়।

READ MORE:  Flower Business: অল্প পুঁজি লাগিয়ে শুরু করুন ম্যাজিক ফুলের চাষ, ৬ মাসেই আয় হবে ৫-৬ গুণ | Chamomile Flower Business to Earn Handsome Money

প্রতি মাসে ১৫০০ টাকা জমালে কত টাকা পাবেন?

আপনি যদি প্রতি মাসে ১৫০০ টাকা করে জমান এবং ৫ বছর ধরে এই অভ্যাস বজায় রাখেন, তাহলে ভাবতে পারবেন না আপনার মূলধন কোথায় গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ৫ বছর অর্থাৎ ৬০ মাস যদি ১৫০০ টাকা করে জমান, তাহলে আপনার মূলধন দাঁড়াবে ৯০ হাজার টাকা। আর এখানে আপনি সুদ পাবেন ১৭৫০ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে আপনার মোট মূলধন দাঁড়াবে ১ লক্ষ ৭ হাজার ৫০ টাকা। হিসাব বলছে, আপনি নিজের সঞ্চয়ের উপরেই পাবেন ১৯% রিটার্ন। তাও একদম নিরাপদ, নির্ঝঞ্ঝাটভাবে।

RD স্কিমের কিছু বৈশিষ্ট্য

তবে এই স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত, এই স্কিমে প্রতি মাসে ১০০ টাকার কম বিনিয়োগ করা যায় না। তবে বলে রাখি, এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। ইচ্ছামত আপনি টাকা জমা দিতে পারবেন। আর এই স্কিমের মেয়াদ ৫ বছর। তবে সুবিধা হল, আপনি মাঝপথে টাকা তুলতে পারবেন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। 

READ MORE:  Pensioners: পেনশনভোগীদের ৮% সুদ দেবে ব্যাঙ্ক, সার্কুলার জারি RBI -র | RBI On Pension Due

এই সুযোগ হাতছাড়া করবেন না..

আজকের বাজারে দাঁড়িয়ে যেখানে নিরাপদ সঞ্চয়ের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, সেখানে আপনি ঝুঁকি ছাড়াই মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে। তাই আজ থেকেই নিয়মিত মাত্র ১৫০০ টাকা জমিয়ে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন এবং এককালীন মোটা অঙ্কের মুনাফা পকেটে ভরুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.