Post Office RD Scheme: ১৫০০ টাকা বিনিয়োগে পান ১ লক্ষ টাকারও বেশি! বিশেষ অফার পোস্ট অফিসের | India Post Scheme
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিরাপদ এবং ঝুঁকিমুক্ত সঞ্চয় করতে। কিন্তু প্রশ্ন হল, কোথায় বিনিয়োগ করবেন? আর কোথায় বিনিয়োগ করলেই বা বেশি লাভ হবে এবং ঝুঁকি থাকবে না? আর এই প্রশ্নের সহজ উত্তর দিয়েছে ভারতীয় পোস্ট অফিস। পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম- পোস্ট অফিস RD অর্থাৎ রেকারিং ডিপোজিট (Post Office RD Scheme)।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই স্কিমে মাত্র ১৫০০ টাকা জমিয়েই আপনি ১ লক্ষ টাকার বেশি রিটার্ন পেতে পারেন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে টাকা জমালে আপনি মোটা অঙ্কের মুনাফা পকেটে ভরতে পারবেন।
পোস্ট অফিসের RD স্কিম হল একটি সঞ্চয় প্রকল্প, যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা জমা করে মেয়াদ শেষে একসঙ্গে সুদ-সহ মোটা অঙ্কের মুনাফা ফেরত পাবেন। আর এই স্কিমটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য, যারা নিয়মিত এবং ছোট অঙ্কের মূল্যধন বিনিয়োগ করতে চান। যেমন মধ্যবিত্ত পরিবার, ছাত্রছাত্রী, গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
পোস্ট অফিসের সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে পোস্ট অফিসের RD স্কিমে ৬.৭% হারে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই সুদ চতুর্থ মাসিক কম্পাউন্ডিং অনুযায়ী গণনা হয়। অর্থাৎ, প্রতি তিন মাস অন্তর সুদের উপর সুদ দেওয়া হয়। ফলে মেয়াদ শেষে আপনার বিনিয়োগকৃত মূলধন মোটা অঙ্কে পরিণত হয়।
আপনি যদি প্রতি মাসে ১৫০০ টাকা করে জমান এবং ৫ বছর ধরে এই অভ্যাস বজায় রাখেন, তাহলে ভাবতে পারবেন না আপনার মূলধন কোথায় গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ৫ বছর অর্থাৎ ৬০ মাস যদি ১৫০০ টাকা করে জমান, তাহলে আপনার মূলধন দাঁড়াবে ৯০ হাজার টাকা। আর এখানে আপনি সুদ পাবেন ১৭৫০ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে আপনার মোট মূলধন দাঁড়াবে ১ লক্ষ ৭ হাজার ৫০ টাকা। হিসাব বলছে, আপনি নিজের সঞ্চয়ের উপরেই পাবেন ১৯% রিটার্ন। তাও একদম নিরাপদ, নির্ঝঞ্ঝাটভাবে।
তবে এই স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত, এই স্কিমে প্রতি মাসে ১০০ টাকার কম বিনিয়োগ করা যায় না। তবে বলে রাখি, এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। ইচ্ছামত আপনি টাকা জমা দিতে পারবেন। আর এই স্কিমের মেয়াদ ৫ বছর। তবে সুবিধা হল, আপনি মাঝপথে টাকা তুলতে পারবেন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে।
আজকের বাজারে দাঁড়িয়ে যেখানে নিরাপদ সঞ্চয়ের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, সেখানে আপনি ঝুঁকি ছাড়াই মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে। তাই আজ থেকেই নিয়মিত মাত্র ১৫০০ টাকা জমিয়ে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন এবং এককালীন মোটা অঙ্কের মুনাফা পকেটে ভরুন।
সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employee)? তাহলে আজকের এই প্রতিবেদনটি…
ভিভো শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করতে চলেছে।…
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
This website uses cookies.