Post Office Scheme: বেড়েছে সুদের হার, দ্বিগুণ হয়ে যাবে বিনিয়োগ করা টাকা! দারুণ স্কিম পোস্ট অফিসের | India Post Kisan Vikas Patra Scheme
সৌভিক মুখার্জী, কলকাতা: অধিকাংশ মানুষই এমন জায়গায় টাকা রাখতে চায়, যেখানে মিলবে মোটা অঙ্কের রিটার্ন, আবার থাকবে না ঝুঁকি। একদিকে সঞ্চয় যেমন হবে, তেমনই মিলবে ট্যাক্সের ছাড়, আবার স্থায়ী আয়ের সুবিধা। আর এই সবকিছুই একসাথে মিলছে পোস্ট অফিসের দারুণ একটি স্কিমে। হ্যাঁ আমরা বলছি পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP) স্কিমের কথা।
কিষাণ বিকাশ পত্র এমন একটি সরকারি স্কিম (Post Office Scheme), যেখানে টাকা রাখলে শুধু টাকা বাড়বে না, বরং দ্বিগুণ হবে। হ্যাঁ, সবথেকে বড় কথা, সরকারের গ্যারান্টি থাকায় এখানে বিনিয়োগের একদম ঝুঁকি নেই বললেই চলে।
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিম হল একটি এককালীন বিনিয়োগের স্কিম। অর্থাৎ, এখানে আপনাকে একবারে টাকা বিনিয়োগ করতে হবে। কেন্দ্র সরকারের পরিচালিত এই স্কিমে প্রতি বছরে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এমনকি সুদের হার প্রতি তিন মাস অন্তর পর্যালোচনাও করা হয়।
আরে এই স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করে তুলতে পারবেন। তবে হ্যাঁ, টাকা জমা দিতে গেলে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে।
বর্তমানে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমে ৭.৫% হারে সুদ দেওয়া হচ্ছে। সূত্র বলছে, ২০২৩ সালের এপ্রিল মাসে এই সুদের হার বাড়ানো হয়েছিল, যা আগে ৭.২% ছিল। আগে এই স্কিমে টাকা দ্বিগুণ ১২০ মাস অর্থাৎ ১০ বছরে। তবে এখন দ্বিগুণ হতে মাত্র ১১৫ মাস সময় লাগে। অর্থাৎ, ৯ বছর ৭ মাসেই আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে।
উদাহরণস্বরূপ, যদি আপনি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন,তাহলে ৯ বছর ৭ মাস পর সেই টাকা ২০ লক্ষ টাকায় পরিণত হবে। একইভাবে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করলে সেই মূলধন ৪০ লক্ষে পৌঁছে যাবে।
পোস্ট অফিসের এই স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নিয়ম মানতে হয়। প্রথমত এই স্কিম মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে শুরু করা যায়। তবে হ্যাঁ, এখানে আপনি ইচ্ছামত বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। পাশাপাশি সর্বোচ্চ তিনজন মিলে যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। এমনকি ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নমিনিও যুক্ত করা যায়। সবথেকে বড় ব্যাপার, আপনি চাইলে ২ বছর ৬ মাস পর অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন।
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমের সবথেকে বড় সুবিধা, এটি ভারত সরকার দ্বারা পরিচালিত এবং গ্যারান্টিযুক্ত একটি স্কিম। ফলে বাজারের ওঠানামা কোনরকম প্রভাব ফেলে না। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য পোস্ট অফিসের এই স্কিম হতে পারে নিঃসন্দেহে এক সেরা অপশন। যেখানে মিলবে মোটা অংকের রিটার্ন এবং থাকবে না কোনরকম ঝুঁকি।
যারা সরকারি চাকরি করেন, তাদের জন্য নতুন বছরে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল। তবে কার্যত…
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং…
সহেলি মিত্র, কলকাতা: দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিরাট বদল ঘটতে চলেছে। আর এই বদল ঘটবে আগামী…
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পরিপ্রেক্ষিতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্পষ্ট করেছে যে পুরনো…
হরিয়ানভি সঙ্গীতের মঞ্চে আবারও আলোচনায় এলেন আরসি উপাধ্যায়। তার সাম্প্রতিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র…
This website uses cookies.