Post Office Scheme: ৩০০০ টাকা করে ৫ বছর বিনিয়োগে ২ লাখের বেশি রিটার্ন! দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের | India Post RD Scheme
সৌভিক মুখার্জী, কলকাতা: কম-বেশি সবাই সঞ্চয় করতে চায়। তবে আধুনিক দুনিয়ায় দাঁড়িয়ে ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিস (Post Office Scheme) হয়ে উঠেছে মানুষের সঞ্চয়ের প্রধান রাস্তা। হ্যাঁ, নিরাপদ গন্তব্যও বটে। ভারত সরকারের অধীনে পরিচালিত পোস্ট অফিস শুধুমাত্র এখন চিঠিপত্রই পৌঁছে দেয় না, বরং আজকের দিনে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে।
তবে আপনি কি জানেন, মাত্র 3000 টাকা জমা রাখলে 5 বছর পর আপনি কত টাকা পাবেন? চলুন, একটি উদাহরণ সম্পর্কে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম অনুযায়ী 3000 টাকা জমা রেখে কত ফেরত পাওয়া যায় তা জেনে নিই।
সুত্র বলছে, বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বছরে 4% হারে সুদ দেওয়া হচ্ছে। সেই হিসাবে যদি আপনি 3000 টাকা একবার জমা রাখেন এবং সেটি যদি 5 বছর স্পর্শ না করেন, তাহলে 5 বছর পর আপনার অ্যাকাউন্টে মূলধন টাকা হবে 3660 টাকা। অর্থাৎ আপনি সুদ পাবেন মাত্র 660 টাকা। তবে স্বল্প হলেও এটি এক ধরনের আয়, এখানে কোনরকম ঝুঁকি নেই।
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বর্তমানে 7.5% হারে সুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে টাকা রাখতে হয় নির্দিষ্ট সময়ের জন্য। এবার আপনি যদি এখানে 3000 টাকা জমা রাখেন এবং 5 বছর যদি টাকা না ছুঁয়ে দেখেন, তাহলে 5 বছর পর আপনি পাবেন 4349 টাকা। এক্ষেত্রে আপনার 1349 টাকা আয় হবে শুধুমাত্র সুদ দিয়ে।
যারা প্রতি মাসে নিয়মিত আয় চান, তাদের জন্য আদর্শ স্কিম হল পোস্ট অফিসের এমআইএস। বর্তমানে এই স্কিমে 7.4% হারে সুদ দেওয়া হচ্ছে। যদি এই স্কিমে 3000 টাকা জমা রাখেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনি 19 টাকা করে সুদ পাবেন। হ্যাঁ, 5 বছর মিলিয়ে আপনি পাবেন 1140 টাকা সুদ এবং সঙ্গে আসল 3000 টাকা। অর্থাৎ মোট মূলধন দাঁড়াবে 4140 টাকা।
যদি আপনি প্রতি মাসে 3000 টাকা RD স্কিমে জমা রাখতে পারেন, তাহলে পোস্ট অফিসের এই স্কিম আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। হ্যাঁ, এখানে 6.7% হারে সুদ দেওয়া হচ্ছে এবং এই হারে আপনি 5 বছরে মোট 1,80,000 হাজার টাকা জমাতে পারবেন। সেক্ষেত্রে সুদ পাবেন 34,097 টাকা। অর্থাৎ আপনার মোট মূলধন দাঁড়াবে 2,14,097 টাকা।
রেডমি আজ ঘোষণা মতো তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 4 Pro লঞ্চ করল। এর দাম…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik 2025 Result) করতে চায়…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের মাঝে যেন হঠাৎ করে নেমে আসে রক্তের অন্ধকার। হ্যাঁ,…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের রক্তাক্ত সন্ত্রাসী হামলার (Kashmir Attack) দাগ এখনো অক্ষত। আর তারই…
সহেলি মিত্র, কলকাতা: নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) জোনে প্রথমবারের মতো…
This website uses cookies.