Post Office Schemes: মাত্র ৬০০০ টাকা বিনিয়োগে লাখপতি হওয়ার সুযোগ! জানুন পোস্ট অফিসের এই চমকপ্রদ স্কিম সম্পর্কে
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম, বিশেষত বর্তমান সময়ে যখন বিভিন্ন ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হার দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য FD আরও লাভজনক, কারণ তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকদের তুলনায় বেশি থাকে। পরিবারের প্রবীণ সদস্যদের জন্যও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে।
তবে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ফিক্সড ডিপোজিট সবসময় লাভজনক হয় না। তাই, ঝুঁকি মুক্তভাবে অল্প বিনিয়োগ করে ধীরে ধীরে বড় তহবিল তৈরি করতে চাইলে রেকারিং ডিপোজিট (RD) একটি আদর্শ বিকল্প। বিভিন্ন ব্যাঙ্ক ভিন্ন হারে RD সুদ অফার করে, তবে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ।
– সুদের হার: বর্তমান কেন্দ্রীয় সরকারের নির্ধারিত সুদের হার ৬.৭%।
– মেয়াদ: ৫ বছর (৬০ মাস)। তবে ৩ বছর পর আংশিক টাকা তোলা সম্ভব।
– নিরাপত্তা: ঝুঁকি মুক্ত ও সম্পূর্ণ নিরাপদ।
– ঋণ সুবিধা: ১২টি কিস্তি জমার পর অ্যাকাউন্টে থাকা টাকার ৫০% পর্যন্ত ঋণ নেওয়া যায়। ঋণের সুদের হার RD-র সুদের তুলনায় ২% বেশি হয়।
আপনি যদি প্রতি মাসে ৬,০০০ টাকা RD স্কিমে বিনিয়োগ করেন, তাহলে ৫ বছরে (৬০ মাসে) মোট বিনিয়োগ হবে ৩,৬০,০০০ টাকা।
– মোট বিনিয়োগ: ৩,৬০,০০০ টাকা
– মোট সুদ (৬.৭% হারে): ৮৫,৪৪৬ টাকা
– মোট পরিশোধিত পরিমাণ: ৪,৪৫,৪৪৬ টাকা
এই কারণে, ছোট বিনিয়োগকারীদের জন্য পোস্ট অফিস RD স্কিম একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প। যারা ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য এটি অন্যতম সেরা বিনিয়োগ মাধ্যম।
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরই ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। যেখানে উঠে আসে কার সম্পত্তি…
Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। আবার Vivo V50 সিরিজের দ্বিতীয় মডেল এপ্রিলেই প্রকাশ হবে…
This website uses cookies.