লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Post Office Time Deposit Scheme: পোস্ট অফিসের এই স্কিমে শুধু সুদ থেকেই আয় করুন ২ লাখ | Earn 2 Lakh Interest On India Post Scheme

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় সঞ্চয় করতে। আর তার জন্য দরকার এমন একটি স্কিম, যেখানে টাকা থাকবে নিরাপদ এবং একই সঙ্গে মিলবে উচ্চ পরিমাণে রিটার্ন। আর এইদিক থেকে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme) হতে পারে সেরা এক বিকল্প। কারণ এই স্কিমে মাত্র 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেই সুদ থেকে 2 লক্ষ টাকা মুনাফা পাওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলুন জেনে নেওয়া যাক, এই স্কিম সম্পর্কিত বিস্তারিত বিবরণ। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন এই স্কিমে বিনিয়োগ করবেন?

প্রথমত, পোস্ট অফিস ভারত সরকারের আওতাভুক্ত হওয়ায় এখানে টাকা ডুবে যাওয়ার কোনরকম ভয় নেই। তাই আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। দ্বিতীয়ত, বাজারের অন্যান্য স্কিমের তুলনায় এই স্কিমটি বেশি পরিমাণে রিটার্ন দেয়। তাই মুনাফাও আসবে প্রচুর। সব থেকে বড় ব্যাপার, 80C ধারা অনুযায়ী এই স্কিমে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যায়।

READ MORE:  PF Interest: কেন বাড়ল না PF-র সুদ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য | Employees' Provident Fund Organisation Interest Rate

কত টাকা সুদ পাওয়া যাবে?

বেশকিছু সূত্র ঘেঁটে জানা গিয়েছে, 1 বছরের জন্য এই স্কিমে 6.9% সুদ দেওয়া হয়। যদি কেউ 2 থেকে 3 বছরের জন্য বিনিয়োগ করে তাহলে 7% সুদ দেওয়া হবে এবং যদি কেউ সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করে তাহলে তাকে 7.5% হারে সুদ দেওয়া হবে। অর্থাৎ, যত দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন, তত বেশি পকেট গরম হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে সুদ থেকেই 2 লক্ষ টাকা আয় করবেন?

ধরুন, আপনি 5 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেন এই স্কিমে। স্বাভাবিকভাবেই আপনি 7.5% হারে সুদ পাবেন। এবার 5 বছর শেষে আপনার নিট মূলধন হবে 7,24,974/- টাকা। অর্থাৎ, শুধু সুদ থেকেই আপনি 2,24,974/- টাকা আয় করতে পারবেন। আর এটাই পোস্ট অফিসের স্কিমের ম্যাজিক। শুধু সুদের মাধ্যমেই এত বড় অঙ্কের রিটার্ন।

READ MORE:  স্মার্টফোন হারিয়ে বা চুরি হলে ঘাবড়াবেন না, কি করণীয় অবশ্যই জেনে রাখুন | How to Block Smartphone Lost or Stolen Android Users

কীভাবে খুলবেন এই অ্যাকাউন্ট?

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তবে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য কোন ঝামেলা নেই। পোস্ট অফিসে গিয়ে মাত্র 1000/- টাকা দিয়েই এই অ্যাকাউন্ট খোলা যায়। বলে রাখি, সিঙ্গেল বা জয়েন্ট উভয় অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকছে। পাশাপাশি 10 বছরের বেশি বয়সের শিশুদের নামেও অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবে। এছাড়া আপনি অনলাইন বা অফলাইনে সঞ্চিত সুদের পরিমাণও চেক করতে পারবেন। 

READ MORE:  একবার বিনিয়োগ করলেই আজীবন নিশ্চিন্ত, পোস্ট অফিসের এই স্কিমে মাসে মিলবে ২০,৫০০ টাকা

তাই নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন চাইলে এই স্কিমটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। পাশাপাশি যদি আপনার দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পরিকল্পনা থাকে এবং ট্যাক্স ছাড়ের সুবিধা পেতে চান, তাহলে চোখ বন্ধ করে এই স্কিমটি বেছে নিতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.