Prosenjit Chatterjee: অভিনয়ের পর এবার নয়া ভূমিকায় ধরা দিচ্ছেন প্রসেনজিৎ! রইল বড় চমক | Prosenjit Chatterjee Going To Produce Hindi Serial
প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসানের পর সম্প্রতি নেটফ্লিক্স-এ রিলিজ হল ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ। বাংলার বুকে ঘটে চলা নানা রাজনৈতিক ঘটনা এবং হত্যাকাণ্ড নিয়ে গড়ে উঠেছে এই সিরিজের গল্প। এক ঝাঁক বাঙালি তারকা অভিনয় করেছেন এই সিরিজে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ- বাংলা ইন্ডাস্ট্রির মহারথীরাই রয়েছেন এই সিরিজে নানান গুরুত্বপূর্ণ চরিত্রে। দারুণ কাজ করেছেন প্রসেনজিত্। স্বপ্ননগরী প্রায় মুড়ে গিয়েছে বুম্বা দার ছবিতে। সেই সাফল্য উপভোগ করার পাশাপাশি এবার আরও এক সুখবর এল তাঁর অনুগামীদের জন্য।
জানা গিয়েছে, এবার হিন্দি টেলিভিশনে প্রযোজক হিসাবে পাওয়া যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়-কে। যদিও বলিউডে এই নতুন খবর চহর হতেই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। আর যে ধারাবাহিকটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর এনআইডিয়াস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন্স প্রযোজনা করবেন, সেই নতুন ধারাবাহিকের নাম হবে ‘কভি নিম নিম কভি শহদ শহদ’। জল্পনা করা হচ্ছে এই ধারাবাহিকটি টলিউডের স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ র হিন্দি রিমেক হবে। যেখানে নায়কের মুখ্য ভূমিকায় থাকবে আবরার কাজি। এছাড়াও নায়িকার ভূমিকায় দেখা যাবে আফিয়া তয়বালিকে।
এদিকে স্টার জলসার কথা ধারাবাহিকটি ইতিমধ্যে বাংলার বুকে দর্শকদের ভালোবাসায় এক উচ্চস্তরে পৌঁছে গিয়েছে। পরিণত হয়েছে এক সফল ধারাবাহিকে। নায়ক ও নায়িকার ভূমিকায় সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-র জুটি যেন মন ভুলিয়ে দিয়েছে গোটা বাংলার। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ সংস্থা TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কার পেয়েছিলেন সাহেব-সুস্মিতা। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অতীতে একাধিক বাংলা ধারাবাহিক প্রযোজনা করেছেন। যার মধ্যে অন্যতম হল মহানায়ক, গানের ওপারে, আলোর কোলে, অমর সঙ্গী, অদ্বিতীয়া ইত্যাদি। তবে বর্তমানে জি বাংলায় রমরম করে চলছে মিত্তির বাড়ি। এটিও বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর প্রযোজিত ধারাবাহিক।
প্রসঙ্গত, বিনোদন জগতে এই মুহূর্তে টেলিভিশনে ধারাবাহিক প্রযোজনার ক্ষেত্রে হিন্দির সঙ্গে বাংলার একাধিক নামী প্রযোজনার মেলবন্ধন বেশ দেখা গিয়েছে। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই তালিকায় অন্যতম প্রযোজক। অন্যদিকে সুশান্ত দাস, অর্ক গঙ্গোপাধ্যায় হিন্দি ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন আগেই। তবে সম্প্রতি সকলের প্রিয় বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর হিন্দি টেলিভিশনে এই অবতরণ সত্যিই প্রশংসনীয়। যা বাকি প্রযোজকদের আগামী দিনে এগিয়ে চলে যাওয়ার রাস্তায় বেশ উত্সাহ প্রদান করবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
প্রীতি পোদ্দার, কলকাতা: এলাকার কাছাকাছি দূরত্বে টুকটাক যাতায়াতে সকলেরই প্রথম পছন্দ ছিল টোটো। রোদ বৃষ্টির…
সৌভিক মুখার্জী, কলকাতা: বসন্তের আমেজে চাঁদিফাটা গরমে দুর্বিষহ হয়ে পড়েছে গোটা দেশবাসী। তীব্র দাবদাহে ঘরে…
ফ্ল্যাগশিপ ফোন এবার সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। গতকাল Qualcomm তাদের নেক্সট জেনারেশন Snapdragon 8s Gen…
হিরো মটোকর্প (Hero MotoCorp) তাদের ভিডা (Vida) ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে৷ আর আপনি…
হেলমেট ব্যবহারে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সাম্প্রতিক কালে, হেলমেট না…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া সহ…
This website uses cookies.