বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলার (Pahalgam Attack) তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা দেশ। বাদ যায়নি ক্রিকেট মহলও। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে, প্রধান কোচ গৌতম গম্ভীর, বিরাট কোহলি, কে এল রাহুল, পার্থিব প্যাটেল, শুভমন গিল, মহম্মদ শামিরাও এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আবেদন জানানো হয়েছে পাল্টা জবাবের! এবার সেই পথ ধরেই, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল BCCI।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
পাকিস্তানের সাথে আর ICC-র কোনও টুর্নামেন্ট খেলবে না ভারত?
মঙ্গলবারের নৃশংস ঘটনার পর আঙুল কিন্তু উঠছে পাকিস্তানের দিকেই। দীর্ঘদিন ধরে সীমান্তে সন্ত্রাসী ছক বন্ধ করার আবেদন জানিয়ে পাকিস্তানকে বারংবার সতর্ক করেছিল ভারত। তবে কথায় আছে, স্বভাব কখনও বদলায় না! আর সেই সূত্র ধরেই, বিগত কয়েক বছরের মধ্যে ফের বিরাট হত্যালীলা দেখল জম্মু ও কাশ্মীর। এহেন আবহে, পাকিস্তানের সাথে আলোচনা থেকে শুরু করে জল বন্টন, বাণিজ্য, ক্রিকেটসহ বিনোদনের মতো অন্যান্য একাধিক সম্পর্ক ছিন্ন করা হোক বলেই দাবি তুলেছিলেন ভারতের বহুস শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক।
এবার সেই দাবির পরিপেক্ষিতেই পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড! সম্প্রতি বোর্ড সভাপতি রাজীব শুক্লার কাছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক আগামী দিনে ছিন্ন করা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে, সহ-সভাপতি জানান, সিদ্ধান্ত জানাবে ICC।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অর্থাৎ, গোটা দায়িত্ব একেবারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোর্টে ঠেলে দিয়েছেন তিনি। তবে ICC-র কাঁধে দায়িত্ব চাপালেও গতকালই বড়সড় পদক্ষেপ নিয়েছে বোর্ড। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত 26 জনের স্মরণে বুধবার IPL ম্যাচে আতশবাজি ও চিয়ার লিডার নিষিদ্ধ করে BCCI।
অবশ্যই পড়ুন: বাতিল সিন্ধু জল বন্টন চুক্তি! ভারতের সিদ্ধান্তে কতটা ক্ষতি হবে পাকিস্তানের?
সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা বলেছেন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি। এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আগামী দিনে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তাই সমর্থন করব। এরপরই শুক্লা বলেন, আমরা পাকিস্তানের সাথে এমনিতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলি না, ভবিষ্যতেও খেলব না সে কথা নিশ্চিত।
শুধুমাত্র বাধ্য হয়েই ICC টুর্নামেন্ট গুলি খেলতে হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানে পহেলাগাঁওয়ে ঠিক কী ঘটেছে। তাই আশা করব সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। BCCI সহ-সভাপতি এমন বক্তব্যে এ কথা কিছুটা হলেও স্পষ্ট যে, এখনই পাকিস্তানের সাথে কোনও রকম সিরিজে অংশ নেবে না ভারত!