Provident Fund: ইন্টারনেটের দরকার নেই, এক মিসড কলেই জানুন PF-র ব্যালেন্স! সেভ করে রাখুন নম্বর | Know EPFO Balance Over Missed Call
সৌভিক মুখার্জী, কলকাতাঃ সরকারি কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) ভবিষ্যতের সঞ্চয়ের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কিন্তু প্রায় সকল কর্মীদের মনেই প্রশ্ন আসে, পিএফ অ্যাকাউন্টে কত টাকা আছে? কোম্পানি ঠিকঠাক টাকা দিচ্ছে তো? কত সুদ জমেছে পিএফ অ্যাকাউন্টে? সাধারণভাবে এই সমস্ত তথ্য জানতে EPFO পোর্টালে লগইন করতে হয়, যা অনেকের কাছে ঝামেলা হতে পারে। তবে এখন সামান্য একটি মিসড কল দিলেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
আপনার UAN নাম্বার যদি মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে কেবলমাত্র 9966044425 নাম্বারে একটি মিসড কল দিলেই আপনি পেয়ে যাবেন পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য। প্রথমে আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার থেকে 9966044425 নাম্বারে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই EPFO থেকে আপনি একটি SMS পাবেন। এই SMS-এ আপনার পিএফ ব্যালেন্স এবং শেষ জমার তথ্য উল্লেখ করা থাকবে। সবথেকে বড় সুবিধা হল, এই পরিষেবাটি একেবারে বিনামূল্যে। তবে UAN নাম্বারটি আগে থেকেই লিঙ্ক করা থাকতে হবে।
আপনি যদি মিসড কল না দিতে চান, তাহলে SMS পাঠিয়েও আপনি পিএফ ব্যালেন্স জানতে পারবেন। হ্যাঁ ঠিক শুনেছেন। এর জন্য আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার থেকে 7738299899 নাম্বারে একটি SMS পাঠাতে হবে। SMS-এ লিখতে হবে EPFOHO UAN ENG। এখানে ENG মানে ইংরেজি ভাষা। বাংলা ভাষায় তথ্য পেতে হলে ENG-এর পরিবর্তে আপনি BEN লিখতে পারেন।
যদি আপনি পিএফের সম্পূর্ণ তথ্য দেখতে চান তাহলে অনলাইনে EPFO পোর্টালে লগইন করে খুব সহজেই পাসবুক চেক করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমেই EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর কর্মচারী বিভাগে গিয়ে ‘সদস্য পাসবুক’ অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনার UAN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৪) লগইন করার পর আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখতে পাবেন।
আপনার মোবাইলে UMANG অ্যাপ ইন্সটল করা থাকলে EPFO বিভাগে গিয়ে আপনি সহজেই পিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য প্রথমে প্লে-স্টোর থেকে UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর EPFO বিভাগে গিয়ে ‘View Passbook’ অপশন সিলেক্ট করুন। এরপর আপনি পিএফ পাসবুক সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন।
এতদিন যেখানে EPFO অফিসে গিয়ে বা অনলাইনে লগইন করে পিএফ সংক্রান্ত সমস্ত বিষয় চেক করতে হতো, এখন মাত্র একটি মিসড কল বা SMS পাঠিয়েই আপনি আপনার পিএফ ব্যালেন্স সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। তাই আর দেরি না করে আজই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং নিশ্চিত হন যে আপনার পিএফ অ্যাকাউন্টে ঠিকঠাক রয়েছে।
শাওমি নিঃশব্দে Redmi A5 4G ফোন লঞ্চ করল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন এটিকে বাজেট সেগমেন্টে…
ভারতের বৈদ্যুতিক দুই চাকার বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাজাজ অটো। এবার আরও সাশ্রয়ী মূল্যের একটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন নানান অজুহাতের দ্বারস্থ হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকেই। তবে সেই…
প্রযুক্তির সিঁড়ি বেয়ে কে কত আগে যেতে পারে তার দৌড় শুরু হয়েছে স্মার্টফোনের বাজারে। Apple…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পাবলিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চ বেতনের একটি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য…
This website uses cookies.