PF Money: কবে থেকে UPI, ATM-র মাধ্যমে তোলা যাবে PF-র টাকা? জানিয়ে দিল কেন্দ্র | EPFO To Enable PF Withdrawals Via UPI, ATM By May-end, Says Labour Ministry Secretary
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুটা সময়, তারপরেই লটারি লাগতে চলেছে চাকুরীজীবিদের। এবার সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে যার দরুন লটারি লাগবে অনেকের। বিশেষ করে আপনিও যদি EPFO -র সদস্য হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আশা করা হচ্ছে যে মে মাসে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) পরবর্তী বৈঠকে, অগ্রিম দাবির অটো-সেটেলমেন্ট সীমা (ASAC) ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার অনুমোদন দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে, EPFO-এর প্রায় ৭.৪ কোটি সক্রিয় সদস্য তাদের PF অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রচুর পরিমাণে টাকা তুলতে পারবেন, তাও কোনও ম্যানুয়াল যাচাই ছাড়াই। বর্তমানে এই সীমা ১ লক্ষ টাকা, যা ২০২৪ সালের মে মাসে ৫০ হাজার থেকে বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখন তা আরও বাড়তে চলেছে। পাঁচ গুণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তুতি চলছে সরকারের তরফে।
এক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে অটো ক্লেম সেটেলমেন্টের সংখ্যা ছিল প্রায় ৯০ লক্ষ, যা ২০২৪-২৫ সালে বেড়ে ২ কোটিতে পৌঁছেছে। আর এই ঘটনা স্পষ্ট ইঙ্গিত যে স্বয়ংক্রিয়-বন্দোবস্ত সুবিধা সদস্যদের জন্য খুবই উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে।
আগামী দিনে এমন সময় আসবে যেখানে সদস্যরা ATM-UPI থেকে সহজেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাস থেকে, এটিএম এবং ইউপিআই-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও ইপিএফও-র টাকা তোলা যাবে। এর জন্য, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) প্রযুক্তিগত পরিকাঠামো প্রস্তুত করেছে। এই সিদ্ধান্ত গৃহীত হলে, পিএফ থেকে টাকা তোলা এটিএম থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে যাবে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.