লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Provident Fund: পেনশন তো আছেই, EPFO-র অ্যাকাউন্ট থেকে আয় করা সম্ভব? জানুন বিস্তারিত | Is It Possible To Earn Income From EPFO ​​account?

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি EPFO -র সদস্য? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আপনি কি জানেন যে ইপিএফও থেকে চাইলে আপনিও ভালো টাকা উপার্জন করতে পারেন? শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

EPFO নিয়ে বড় খবর

আসলে প্রায়শই সে সরকারি হোক কিংবা বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিদের জন্য কিছু না কিছু পদক্ষেপ নিয়েই থাকে কেন্দ্রীয় সরকার। বিশেষ কড়ে যারা ইপিএফও-র সদস্য। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার সদস্যদের অভিজ্ঞতা উন্নত করার জন্য, সেইসঙ্গে পরিষেবাগুলিকে আধুনিকীকরণের জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। EPFO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) ২৮শে ফেব্রুয়ারি বৈঠকে চলতি আর্থিক বছরের (২০২৪-২৫) জন্য প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের সুদের হার চূড়ান্ত করবে।

READ MORE:  DA Hike 2025: শুধু DA নয়, মিলবে দুই মাসের এরিয়ারও? সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দারুণ খবর | Govt Employees DA Hike And Will Get 2 Months Arrears

প্রতি তিন মাসে CBT সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সভাপতিত্বে গঠিত সিবিটি-তে কর্মচারী ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সরকারি কর্মকর্তাদের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আপনাকে বলি যে EPFO ​​বর্তমানে প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের উপর 8.25 শতাংশ সুদের হার অফার করে, রিপোর্ট অনুসারে অবসর তহবিল সংস্থাটি চলতি আর্থিক বছরের জন্যও একই হার অব্যাহত রাখতে পারে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হওয়ার আগে ২৮ ফেব্রুয়ারি সিবিটি কর্তৃক এই হার অনুমোদিত হতে হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ইপিএফও রেট ট্রেন্ড

বর্তমান হার (২০২৩-২৪ অর্থবছরের জন্য) ৮.২৫%, যা গত তিন বছরে EPFO ​-র তরফে দেওয়া প্রদত্ত সর্বোচ্চ সুদের হার। ২০২২-২৩ অর্থবছরের সুদের হার ছিল ৮.১৫%। সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন হার ছিল ২০২১-২২ সালে ৮.১০%, যা ১৯৭৭-৭৮ সালের পর সর্বনিম্ন, যখন এটি ছিল ৮%। গত এক দশক ধরে, EPFO ​​সুদের হার পরিবর্তন করে আসছে, যার সর্বোচ্চ হার ছিল ২০১০-১১ সালে ৯.৫০%। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে, হার ৮.৫০% এ স্থিতিশীল ছিল।

READ MORE:  Post Office FD: পোস্ট অফিসের ১২ মাসের ফিক্সড ডিপোজিটে ২ লক্ষ টাকা রাখলে কত পাবেন সুদ? | India Post Time Deposit Scheme

এদিকে এবারে যদি পিএফ-এর ওপর সুদ আরও বাড়ে তাহলে সদস্যদের সুবিধাই হবে। যাইহোক, কোটি কোটি EPFO ​​সদস্যের রিটার্নের স্থিতিশীলতা নিশ্চিত করতে EPF ডিপোজিটের উপর একটি নির্দিষ্ট সুদের হার দেওয়ার কথা বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। সরকার বর্তমানে একটি সুদ স্থিতিশীলকরণ রিজার্ভ তহবিল তৈরির প্রস্তাব বিবেচনা করছে বলে জানা গেছে। যা সুদের হার স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

READ MORE:  Password Security: পাসওয়ার্ড চুরি যাওয়ার ভয় নেই, কীভাবে নিরাপদ কীবোর্ড ব্যবহার করবেন | Secure Keyboard

সরকার EPFO- তে কীভাবে বিনিয়োগ করে?

ইপিএফও নিয়মিতভাবে বিএসই-সেনসেক্স এবং এনএসই নিফটি-৫০ সূচকের অনুকরণে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এর মাধ্যমে ইক্যুইটি বাজারে বিনিয়োগ করে। আপনাদের জানিয়ে রাখি যে, EPFO ​​সম্প্রতি EPFO ​​3.0 ঘোষণা করেছে। যা EPFO ​​সিস্টেমের একটি বড় রূপান্তরকারী আপগ্রেড, যা এই বছরের ১ জুন থেকে বাস্তবায়িত হবে। এর জেরে পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.