শ্বেতা মিত্র, কলকাতা: ইপিএফও সদস্যদের জন্য দারুণ সুখবর। এমনিতে সময়ে সময়ে সরকারি কর্মী থেকে শুরু করে অন্যান্য সেক্টরে কর্মরতদের জন্য কিছু না কিছু করেই চলেছে সরকার। সংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য, কেন্দ্রীয় সরকার কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের (EPF) অধীনে ন্যূনতম মজুরির সীমা বর্তমান ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২১০০০ টাকা করতে পারে। এছাড়াও, যেকোনো কোম্পানিতে EPFO-তে যোগদানের জন্য প্রয়োজনীয় ২০ জন কর্মচারীর সংখ্যা কমিয়ে ১০-১৫ করা যেতে পারে যাতে আরও বেশি সংখ্যক কোম্পানিকে EPFO-এর আওতায় আনা যায়। শুধু এখানেই শেষ নয়, সরকার আরও এক একগুচ্ছ সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
EPFO সদস্যদের জন্য সুখবর
আগে পিএফ -এর সুবিধা পেতে একজন কর্মচারীর মাসিক বেতন ১৫, ০০০ টাকা হওয়া জরুরি ছিল। তার ওপরে হলে এই সুবিধা দেওয়া হত না। তবে এবার এই সীমা এখন ২১, ০০০ টাকা হতে পারে বলে খবর। এদিকে একবার এই সুবিধা হয়ে গেলে উপকৃত হবেন কোটি কোটি সদস্য। সবথেকে বড় কথা, অবসর গ্রহণের সময়ে একজন কর্মী মোটা টাকা হাতে পারেন।
মিলবে অতিরিক্ত পেনশন, বীমার সুবিধাও
নতুন ব্যবস্থা লাগু হলে সদস্যরা অতিরিক্ত পেনশন, সেইসঙ্গে বীমার সুবিধাও লাভ করতে সক্ষম হবেন বৈকি। এ বিষয়ে বড় তথ্য দিয়েছেন পিএফের অছি পরিষদের সদস্য এবং টিইউসিসির সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি। তিনি জানান, ‘কর্মী রাজ্য বিমা প্রকল্পে (ইএসআই) যেমন আরও বেশি কর্মীকে টানার জন্য বেতনের ঊর্ধ্বসীমা বাড়ছে চলতি অর্থবর্ষ থেকে, তেমনই উদ্যোগ কর্মী পিএফে। অনেক দিন থেকে কর্মী ইউনিয়নগুলি দাবি করছিল, আরও কিছু মানুষের পিএফের সুবিধা পাওয়া প্রয়োজন। সে জন্য বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো দরকার। চূড়ান্ত কথাবার্তা চলছে। শীঘ্রই সেই সিদ্ধান্ত হবে।’
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অন্যদিকে পিএফের অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনার রাজীব ভট্টাচার্য বলেন, ‘এটা জরুরি ছিল। কারণ, বহু রাজ্যেই ন্যূনতম বেতন ১৫,০০০ টাকার বেশি। পিএফে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে ২১,০০০ টাকা হলে ন্যূনতম বেতন পান, এমন সব মানুষ এই সুবিধা পাবেন। সামাজিক সুরক্ষার বলয়ে ঢুকবেন একাংশ। এখন ঊর্ধ্বসীমা ১৫,০০০ টাকা হওয়ায় প্রয়োজন থাকলেও একাংশ বঞ্চিত হন।’