Provident Fund: ৬০ বছর পর আপনার PF অ্যাকাউন্ট থেকে কত টাকা পেনশন পাবেন? সহজ হিসেব বুঝুন | EPFO Pension Calculator
শ্বেতা মিত্র, কলকাতা: ভারতের যেকোনো ব্যক্তি যিনি বেসরকারি খাতে কাজ করেন। তার একটি পিএফ অ্যাকাউন্ট (Provident Fund) আছে। ভারতে পিএফ অ্যাকাউন্টগুলি কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ ইপিএফও দ্বারা পরিচালিত হয়। পিএফ অ্যাকাউন্টধারীর বেতনের ১২% পিএফ অ্যাকাউন্টে জমা হয়। নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানিও সমান অবদান রাখে। যার মধ্যে ৮.৩৩ শতাংশ পেনশন তহবিলে এবং ৩.৬৭ শতাংশ পিএফ অ্যাকাউন্টে যায়। এই প্রশ্নটি প্রায়ই অনেকের মনেই আসে। যদি একজন পিএফ অ্যাকাউন্টধারী ৬০ বছর পর্যন্ত কাজ করেন, তাহলে ৬০ বছর পর তিনি কত পেনশন পাবেন? এই বিষয়ে EPFO-এর নিয়ম কী? জেনে নেবেন ঝটপট।
EPFO নিয়ম অনুযায়ী, যদি কেউ ১০ বছরের জন্য PF অ্যাকাউন্টে বিনিয়োগ করে, তাহলে সে পেনশন পাওয়ার যোগ্য হয়ে ওঠে। ৫০ বছর পর, পিএফ অ্যাকাউন্টধারী পেনশন দাবি করতে পারবেন। কিন্তু যদি তিনি ৫৮ বছরের আগে পেনশন দাবি করেন, তাহলে প্রতি বছর ৪% হারে কর্তন করা হবে। অর্থাৎ যদি কেউ ৫৪ বছর বয়সে পেনশন দাবি করেন, তাহলে ১৬% কাটা হবে।
কিন্তু ৫৮ বছর পরেও কেউ পেনশন দাবি করে না। তাই ৬০ বছর বয়সে, তিনি প্রতি বছর ৪% বৃদ্ধির হারে ৮% বেশি পেনশন পাবেন। আপনাকে জানিয়েছি রাখি যে EPFO-এর বর্তমান নিয়ম অনুসারে, পেনশনের মোট বেতনের সর্বোচ্চ সীমা ১৫০০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে আপনার PF পেনশন তহবিলে মাত্র ১৫০০০ টাকা X ৮.৩৩/১০০ = ১২৫০ টাকা জমা করা যাবে।
যদি আপনি ২৩ বছর বয়সে কাজ শুরু করে থাকেন আর আপনি ৫৮ বছর বয়সে অবসর নেবেন বলে ভাবছেন তাহলে আপনি মোট ৩৫ বছর ধরে কাজ করেছেন। ইপিএফও-এর পুরাতন পেনশন প্রকল্পের অধীনে, সর্বোচ্চ পেনশনযোগ্য বেতন ১৫,০০০ টাকা। যখন কোনও কর্মচারী ইউপিএস ত্যাগ করেন, তখন তার গত ৬০ মাসের পেনশনযোগ্য বেতনই তার গড় মাসিক বেতন।
পেনশনযোগ্য বেতন X পেনশনযোগ্য পরিষেবা/৭০ = মাসিক পেনশন
১৫০০০ x ৩৫/৭০ = ৭৫০০
অন্যদিকে, যদি আপনি ৮ বছর বয়স পর্যন্ত পেনশন দাবি না করেন, তাহলে আপনি অতিরিক্ত ৮ শতাংশ হারে পেনশন পাবেন।
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি যেন কালঘাম ছোটাচ্ছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই ছাতা ছাড়া রাস্তায়…
Redmi A5 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় লঞ্চের পর, এবার গ্লোবাল মার্কেটে প্রবেশ করল। নতুন এই লো…
This website uses cookies.