লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Provident Fund: PF থেকে কত টাকা তুললে মিলবে না পেনশন? জেনে নিন EPFO-র নয়া নিয়ম | You Will Not Get Pension

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: ইপিএফও (EPFO)-র কোটি কোটি সদস্যের জন্য রইল জরুরি খবর। সে সরকারি হোক কিংবা বেসরকারি ক্ষেত্র, বর্তমানে এই EPFO -র সঙ্গে জুড়ে রয়েছেন কয়েক কোটি মানুষ। সদস্যরা এই ইপিএফ থেকে নানারকম সুযোগ সুবিধা লাভ করে থাকেন। এমনিতে ভারতে, পিএফ অ্যাকাউন্টগুলি কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ ইপিএফও দ্বারা পরিচালিত হয়। এই অ্যাকাউন্টগুলিকে এক ধরণের সঞ্চয় প্রকল্প হিসেবেও দেখা হয়। প্রতি মাসে কর্মচারীর বেতনের ১২% এই অ্যাকাউন্টে জমা হয়। একই সময়ে, কোম্পানিও একই পরিমাণ জমা করে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

PF এর টাকা তোলার এই নিয়ম জানেন?

আপনার পিএফ অ্যাকাউন্টে জমা করা টাকা আপনি যখনই প্রয়োজন তখন ব্যবহার করতে পারেন। এর সাথে, আপনি যদি ১০ বছরেরও বেশি সময় ধরে EPFO-তে অবদান রাখেন, তাহলে আপনি পেনশন পাওয়ার যোগ্যও হয়ে উঠবেন। কিন্তু যদি আপনি এটি থেকে একটি নির্দিষ্ট সীমার বেশি টাকা তোলেন তাহলে কিন্তু পেনশন পাবেন না।

READ MORE:  Bank Rules: UPI থেকে শুরু করে ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম, তালিকা জারি করল NPCI | Bank Rules Changing From 1st April

আসুন আমরা আপনাকে বলি পেনশন সংক্রান্ত EPFO-এর নিয়মগুলি কী এবং পেনশন না পেয়ে কত টাকা তোলা উচিত। বেতনের ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে জমা হয়। একই পরিমাণ টাকা নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি তাদের পিএফ অ্যাকাউন্টে জমা করে। যে কোম্পানি ১২ শতাংশ অবদান রাখে। এর মধ্যে ৮.৩৩ শতাংশ পিএফ অ্যাকাউন্টধারীর পেনশন তহবিলে অর্থাৎ ইপিএসে যায়। আর বাকি ৩.৬৭ শতাংশ টাকা পিএফ অ্যাকাউন্টে যায়। যেহেতু কোনও পিএফ অ্যাকাউন্টধারী ১০ বছরের জন্য পিএফ অ্যাকাউন্টে অবদান রাখেন। তাই সে পেনশন পাওয়ার যোগ্য হয়ে ওঠে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পেনশন নাও পেতে পারেন!

এমন পরিস্থিতিতে যদি সে চাকরি ছেড়ে দেয় অথবা কোনও কারণে সে পিএফ অ্যাকাউন্টে থাকা পুরো টাকা তুলে নেয় এবং এর ইপিএস তহবিল অক্ষত থাকে তারপর সে পেনশন পাবে। কিন্তু যদি সে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা সহ ইপিএসের সম্পূর্ণ পরিমাণ তুলে নেয় তাহলে সে পেনশন পাবে না।

আর পড়ুনঃ LPG থেকে UPI, ফিক্সড ডিপোজিট! ১ মার্চ থেকে বদলে যাচ্ছে ৮ নিয়ম, প্রভাবিত হবে সবাই

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ EPFO ​​কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, যেহেতু কোনও কর্মচারী ১০ বছরের জন্য PF অ্যাকাউন্টে টাকা জমা করেন, তাই সে পেনশন পাওয়ার যোগ্য হয়ে ওঠে। সেই কর্মচারী ৫০ বছর বয়সের পরে পেনশন দাবি করতে পারবেন।

READ MORE:  শুধু চাকরিওয়ালা নয় এখন পেনশনের সুবিধা পাবে সকলেই! নয়া উদ্যোগ কেন্দ্রের
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.