লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Provident Fund: PF ক্লেইম থেকে ভেরিফিকেশন, ৩টি নিয়মে বড় পরিবর্তন আনল EPFO | Employees’ Provident Fund Organisation 3 Big Changes

Published on:

সহেলি মিত্র, কলকাতা: ইপিএফও (EPFO) সদস্যদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। নতুন মাস থেকে বদলে গেল একের পর এক নিয়ম। আর এই পরিবর্তিত নিয়মের ব্যাপক প্রভাব পড়বে সদস্যদের ওপর। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন নিয়মে বদল ঘটানো হয়েছে? আর এর পেছনে উদ্দেশ্যই বা কী? তাহলে জানিয়ে রাখি, পিএফ ক্লেইম প্রক্রিয়া সহজতর করতে, ডিজিটাল যাচাইকরণকে উৎসাহিত করতে এবং UAN সক্রিয় করতে এই পরিবর্তনগুলি করা হয়েছে। এই নতুন নিয়মগুলির লক্ষ্য হল সদস্যদের জীবনযাত্রার মান যাতে আরও সহজ করা যায়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নিয়মে বড় পরিবর্তন আনল EPFO

প্রথম যে নিয়মে বদল আনা হয়েছে সেটা হল ফেস ভেরিফিকেশন। আসলে এই ফেস ভেরিফিকেশনের উপর ভিত্তি করে নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে ইপিএফও। এই নতুন পরিষেবার মাধ্যমে সদস্যরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) পেতে এবং সক্রিয় করতে পারবেন। এই পরিষেবাগুলি চালু করার সময়, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন যে এটি ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারীদের সহজ এবং দ্রুত পরিষেবা প্রদান করবে।

READ MORE:  EPFO3.0: EPFO 3.0 নিয়ে বিরাট সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী | Union Minister Says EPFO 3.0 Will Be Rolled Out Soon

উমঙ্গ অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যাবে UAN

এখন কর্মীরা ‘উমং’ মোবাইল অ্যাপের সাহায্যে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন প্রযুক্তি (FAT) ব্যবহার করে UAN তৈরি করতে পারবেন। নিয়োগকর্তারা উমঙ্গ অ্যাপের মাধ্যমে নতুন কর্মীদের জন্য UAN তৈরি করতে পারবেন। যাদের ইতিমধ্যেই UAN আছে কিন্তু এটি সক্রিয় নয় তারাও এই অ্যাপের সাহায্যে অনায়াসেই কিন্তু UAN সক্রিয় করতে পারবেন বলে জানিয়েছে ইপিএফও।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

চেকের ছবি আপলোড আর বাধ্যতামূলক নয়

সবথেকে বড় কথা, পিএফ ক্লেম করতে গিয়ে ঘাম বের করার দিন শেষ। কারণ ইপিএফও এখন পিএফ দাবির প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। এখন পিএফ ক্লেইম করার সময় বাতিল চেকের ছবি বা ব্যাঙ্ক পাসবুকের ছবি আপলোড করা বাধ্যতামূলক নয়। এছাড়াও, ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য আর নিয়োগকর্তার অনুমোদনেরও প্রয়োজন নেই।

READ MORE:  সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.