Provident Fund: PF ক্লেইম থেকে ভেরিফিকেশন, ৩টি নিয়মে বড় পরিবর্তন আনল EPFO | Employees' Provident Fund Organisation 3 Big Changes
সহেলি মিত্র, কলকাতা: ইপিএফও (EPFO) সদস্যদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। নতুন মাস থেকে বদলে গেল একের পর এক নিয়ম। আর এই পরিবর্তিত নিয়মের ব্যাপক প্রভাব পড়বে সদস্যদের ওপর। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন নিয়মে বদল ঘটানো হয়েছে? আর এর পেছনে উদ্দেশ্যই বা কী? তাহলে জানিয়ে রাখি, পিএফ ক্লেইম প্রক্রিয়া সহজতর করতে, ডিজিটাল যাচাইকরণকে উৎসাহিত করতে এবং UAN সক্রিয় করতে এই পরিবর্তনগুলি করা হয়েছে। এই নতুন নিয়মগুলির লক্ষ্য হল সদস্যদের জীবনযাত্রার মান যাতে আরও সহজ করা যায়।
প্রথম যে নিয়মে বদল আনা হয়েছে সেটা হল ফেস ভেরিফিকেশন। আসলে এই ফেস ভেরিফিকেশনের উপর ভিত্তি করে নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে ইপিএফও। এই নতুন পরিষেবার মাধ্যমে সদস্যরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) পেতে এবং সক্রিয় করতে পারবেন। এই পরিষেবাগুলি চালু করার সময়, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন যে এটি ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারীদের সহজ এবং দ্রুত পরিষেবা প্রদান করবে।
এখন কর্মীরা ‘উমং’ মোবাইল অ্যাপের সাহায্যে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন প্রযুক্তি (FAT) ব্যবহার করে UAN তৈরি করতে পারবেন। নিয়োগকর্তারা উমঙ্গ অ্যাপের মাধ্যমে নতুন কর্মীদের জন্য UAN তৈরি করতে পারবেন। যাদের ইতিমধ্যেই UAN আছে কিন্তু এটি সক্রিয় নয় তারাও এই অ্যাপের সাহায্যে অনায়াসেই কিন্তু UAN সক্রিয় করতে পারবেন বলে জানিয়েছে ইপিএফও।
সবথেকে বড় কথা, পিএফ ক্লেম করতে গিয়ে ঘাম বের করার দিন শেষ। কারণ ইপিএফও এখন পিএফ দাবির প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। এখন পিএফ ক্লেইম করার সময় বাতিল চেকের ছবি বা ব্যাঙ্ক পাসবুকের ছবি আপলোড করা বাধ্যতামূলক নয়। এছাড়াও, ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য আর নিয়োগকর্তার অনুমোদনেরও প্রয়োজন নেই।
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে…
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
This website uses cookies.