বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে আজব কীর্তি ঘটল পাকিস্তান সুপার লিগে। তৃতীয় PSL ম্যাচে মুলতান সুলতানদের বিরুদ্ধে 4 উইকেটে জয় পেয়েছে করাচি কিংস। আর এই ম্যাচেই প্রতিপক্ষকে জাত চেনাতে 43 বলে 101 রানের বড় ইনিংস খেলেন জেমস ভিন্স।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তাঁর দুরন্ত সেঞ্চুরির দৌলতেই বড় ব্যবধানে জয় পেয়েছে করাচি কিংস। আর এই কীর্তি নিয়েই পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জেমস। এরপরই খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে জেমস কী পেলেন? সূত্রের খবর, ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ায় তাঁকে পুরস্কার হিসেবে একটি হেয়ার ড্রায়ার তুলে দিয়েছেন PSL কর্তৃপক্ষ। যা সাধারণত পাড়ার ক্রিকেটে তৃতীয় পুরস্কার হিসেবে বিবেচিত।
সহজ জয় পায় করাচি কিংস
প্রথমে ব্যাট করতে নেমে 243 রানের বড় লক্ষ্য গড়ে ফিল্ডিং করতে নামে মুলতান সুলতানরা। প্রতিপক্ষের বড় রানের জবাবে 19.2 ওভার 4 উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় করাচি কিংস। আর এই ম্যাচেই মাত্র 43 বলে 4টি ছয় ও 14টি চার সহযোগে 101 রানের বড় যোগদান রাখেন বিদেশি তারকা জেমস। এরপরই ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার তুলে দেওয়া হয় তাঁকে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভাইরাল হয়েছে ভিডিও
করাচি কিংসের জয়ের পর ম্যান অফ দ্যা ম্যাচ পুরুস্কার হিসেবে জেমসের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি নতুন হেয়ার ড্রায়ার, যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে, হাসিমুখে জেমিসকে ড্রায়ারটি নিয়ে দেখা গিয়েছে। এমন ভিডিও ভাইরাল হতেই হাসির রোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে।
অবশ্যই পড়ুন: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিওটি দেখার পর নেট নাগরিকদের মধ্যে একজন খানিকটা বিদ্রুপের ছলে, ভিডিওটির কমেন্ট সেকশনে লিখেছেন, পুরস্কার হিসেবে লাঞ্চ বক্স দিলে ভাল হতো। কেউ কেউ আবার খানিকটা চটে গিয়েই লিখেন, এভাবে প্রমোট করার বদলে PSL-কে অপমান করছেন আপনারা। সব মিলিয়ে, পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষের কাণ্ডে কার্যত তোলপাড় নেট দুনিয়ায়।