প্রসেসরের জগতে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল কোয়ালকমের (Qualcomm)। কিন্তু বিগত কয়েক বছরে মিডিয়াটেকের দাপটে কিছুটা হলেও চিন্তায় আমেরিকার এই চিপমেকার। ফ্ল্যাগশিপ প্রসেসরের বাজারে রীতিমতো সেয়ানে সেয়ানে লড়াই দুই সংস্থার। এই প্রতিযোগিতায় একধাপ এগিয়ে যেতে আগামী সপ্তাহেই একটি পাওয়ারফুল প্রসেসর লঞ্চ করতে চলেছে কোয়ালকম। এটি স্ন্যাপড্রাগন ৮এস এলিট (Snapdragon 8s Elite) চিপসেট হবে বলে অনুমান করা হচ্ছে।
কোয়ালকমের নতুন প্রসেসর আগামী সপ্তাহে আসছে
কোয়ালকম ২রা এপ্রিল চীনে একটি নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর উন্মোচন করবে বলে জানিয়েছে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানির শেয়ার করা অফিসিয়াল পোস্টারে লেখা ‘স্ন্যাপড্রাগনের নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এর থেকেই বোঝা যাচ্ছে যে এটি একটি হাই-এন্ড প্রসেসর। এটি অন্য কোনও চিপ নয় বরং সম্প্রতিক সময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা স্ন্যাপড্রাগন ৮এস এলিট।
আবার জনপ্রিয় চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, নতুন চিপটিকে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ বলা হতে পারে। কোয়ালকম তাদের আপকামিং প্রসেসরের কোনও ডিটেলস প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র ও প্রতিবেদন থেকে প্রচুর তথ্য ফাঁস হয়েছে। স্ন্যাপড্রাগন ৮এস এলিট বা ৮এস জেন ৪ টিএসএমসি-র ৪ নানোমিটার প্রসেসিং মোডের উপর ভিত্তি করে তৈরি হবে। এটি আনটুটুর বেঞ্চমার্কিং টেস্টে ২ মিলিয়নের বেশি স্কোর অর্জন করেছে বলে জানা গিয়েছে।
এটি স্ন্যাপড্রাগন ৮ এলিটে পাওয়া ২+৬ কোয়ালকমের ওরিয়ন কোরের পরিবর্তে ১+৩+২+২ সিপিইউ আর্কিটেকচার ব্যবহার করবে। এতে একটি প্রাইম কর্টেক্স-এক্স৪ কোর থাকবে যার ক্লক স্পিড ৩.২১ গিগাহার্টজ। তিনটি কর্টেক্স-এ৭২০ কোরের স্পিড থাকবে ৩.০১ গিগাহার্টজ। এছাড়া, ২.৮০ গিগাহার্টজের দুটি কর্টেক্স- এ৭২০ কোর এবং ২.০২ গিগাহার্টজ ক্লক স্পিডের আরও দুটি কর্টেক্স-এ৭২০ কোর থাকবে বলে আশা করা হচ্ছে।