সৌভিক মুখার্জী, কলকাতা: যে সকল চাকরিপ্রার্থীরা ভারতীয় রেলে চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রেলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে ৯৯৭০ শূন্যপদে নিয়োগের (Railway ALP Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। হ্যাঁ, এই পদগুলিতে ভারতীয় নাগরিক হলে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। পাশাপাশি ভারতীয় রেলের চাকরি হওয়ায় শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোন জোনে কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | Railway ALP Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা বলা আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে ৯৯৭০টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে ইস্টার্ন রেলওয়েতে ৮৬৮টি, নর্থ ইস্টার্ন রেলওয়েতে ১০০টি, ইস্ট কোস্ট রেলওয়েতে ১৪৬১টি, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে ৫৬৮টি, ওয়েস্টার্ন রেলওয়েতে ৮৮৫টি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে ৭৫৯টি, এরকম বিভিন্ন জোনের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শিক্ষাগত গত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। পাশাপাশি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। এছাড়া যাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারাও আবেদন করতে পারবে।
বয়স সীমা কত প্রয়োজন?
যেমনটা জানা যাচ্ছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড়ও পাবে।
বেতন কাঠামো
যেহেতু কেন্দ্রীয় সরকারের চাকরি, তাই শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। যেমনটা জানা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) এরপর সংশ্লিষ্ট আবেদনের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪) এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৬) এরপর আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আবেদন ফি
যেমনটা জানা যাচ্ছে, এখানে জেনারেল এবং OBC প্রার্থীদের আবেদন করার জন্য ৫০০ টাকা আবেদন ফি লাগবে, যার মধ্যে CBT-1 পরীক্ষায় বসলে ৪০০ টাকা ফেরতযোগ্য। তবে SC, ST, মহিলা বা EWS প্রার্থীদের আবেদন করার জন্য ২৫০ টাকা আবেদন ফি লাগবে। সেক্ষেত্রে CBT-1 পরীক্ষায় বসলে সম্পূর্ণ টাকাই ফেরতযোগ্য।
কীভাবে নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের ৫টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে দুটি CBT পরীক্ষা নেওয়া হবে। এরপর একটি কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষাগুলি যারা অতিক্রম করবে, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।