Railway Recruitment 2025: মাধ্যমিক পাশেই রেলে ৩২০০০ এর বেশি শূন্যপদ, দেখে নিন আবেদনের পদ্ধতি। Railway Recruitment 2025 See Eligibility and Application Process
প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক চাকরি প্রার্থীদের রেলওয়ে দপ্তরে চাকরির স্বপ্ন দেখে থাকে। আর এবার হয়ত সেটি সত্যি হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRR এর তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত ধামাকেদার খবর নিয়ে এসেছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবে। সঙ্গে বেতন সংক্রান্ত নানা সুবিধাও দেওয়া হবে প্রার্থীদের।
সম্প্রতি RRR বা নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল www.rrbkolkata.gov.in
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বা RRR দপ্তরের তরফ থেকে যে সকল পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি হল B গ্রুপের পয়েনস্টসম্যান, ট্র্যাক মেশিন অ্যসিস্ট্যান্ট, ব্রিজ অ্যসিস্ট্যান্ট সহ আরও একাধিক পদে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সম্প্রতি RRR র পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে ২০২৫ সালের এই নিয়োগটির মাধ্যমে মোট ৩২,৪৩৮ জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। যার মধ্যে B গ্রুপের পয়েনস্টসম্যান দের জন্য রয়েছে মোট ৫০৫৮ টি শূন্য পদ। ট্র্যাক মেশিন অ্যসিস্ট্যান্ট এর জন্য রয়েছে ৭৯৯ টি পদ। ব্রিজ অ্যসিস্ট্যান্ট এর জন্য রয়েছে ৩০১ টি পদ সহ আরও বিভিন্ন পদে বিপুল শূন্যপদ রয়েছে।
RRR বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে সকল প্রার্থীদের নিয়োগ করা হবে তাঁদের প্রথম দিকে মাসিক বেতন ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। পরে সেই মাসিক বেতনের পরিমাণ বাড়ানো হবে।
RRR সংস্থা বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে উল্লেখিত শূন্যপদগুলির জন্য যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
RRR এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্পষ্ট জানানো হয়েছে আগ্রহীদের প্রার্থীদের বয়সসীমা কমপক্ষে ১৮ হতে হবে। এবং সর্বাপেক্ষা ৩৬ এর মধ্যে হতে হবে। আর আগ্রহীরা প্রার্থীদের বয়স ০১১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে উল্লেখিত শূণ্যপদগুলিতে প্রার্থীদের মোট চারটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের যাচাই ও বাছাই করে নিয়োগ করা হবে। আর সেই চারটি ধাপ হল কম্পিউটার বেসড টেস্ট (CBT), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন। অর্থাৎ কম্পিউটার বেসড লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের পরীক্ষার জন্য ৯০ মিনিট সময় দেওয়া হবে। আর এই ধাপে উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
কম্পিউটার বেসড লিখিত পরীক্ষায় চারটি বিষয়ের ওপর ধরা হবে। জেনারেল সাইন্স ২৫ নম্বর, গণিত ২৫ নম্বর, রিজনিং ৩০ নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নম্বর। সব মিলিয়ে মোট ১০০তে পরীক্ষা হবে
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে নিতে হবে। এরপর নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিতে হবে। এরপর আবেদনপত্রে আবেদনকারীর নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য সঠিক দিতে হবে। আর এই আবেদনপত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখতে হবে। এরপর যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করতে হবে। এবং সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে প্রতিটি সাধারণ ও OBC পুরুষ প্রার্থীদের ৫০০ টাকা এবং ST/SC/PWD/মহিলা প্রার্থীদের ২৫০ টাকা জমা করতে হবে।
RRR বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই উল্লিখিত পদগুলির আবেদন আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে শুরু হবে তাই অবশ্যই আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত তথ্য ভালোভাবে জেনে নিতে হবে। সঠিকভাবে আবেদন না জানাতে পারলে RRB র পক্ষ থেকে বাতিল করা হবে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। এই দিনের পরে কোনরকম আবেদন গ্রহণ করা হবে না RRB র পক্ষ থেকে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি-click here
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
This website uses cookies.