Railway Rules: বৃদ্ধ বাবা-মার জন্য কিভাবে নিচের বার্থে টিকিট কাটবেন? মাথায় রাখুন এই ৪টি সহজ নিয়ম

১৪০ কোটি দেশ ভারতের একটি বৃহত্তম জনসংখ্যা নিত্য যাতায়াতের জন্য নির্ভর করে থাকে ভারতের সবচেয়ে বড় যোগাযোগ নেটওয়ার্ক সিস্টেম তথা ভারতীয় রেলের উপর। দৈনিক যাত্রীদের পরিসংখ্যানটা জানলে এটা ভেবে অবাক হবেন যে, যেকোনো দেশের মোট জনসংখ্যার চেয়েও নিত্য যাত্রার সংখ্যা বেশি। আজ্ঞে হ্যাঁ, লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে ভারতের প্রায় ১৫ কোটি বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করে থাকেন ভারতীয় রেলের উপর। আর এই বিশাল সংখ্যক জনগণকে পরিষেবা দিতে প্রতিদিন প্রায় ১১ হাজার লোকাল ট্রেন এবং ৫ হাজার এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ভারতীয় রেলওয়ে।

READ MORE:  BSNL-MTNL: মিলবে ৬০০০ কোটি! Airtel, Jio-কে টেক্কা দিতে আরও শক্তিশালী হছে BSNL | Cabinet Approves Rs 6000 Crore For BSNL-MTNL Network Upgradation

তবে দৈনিক যাত্রী সংখ্যার চেয়েও ট্রেনের সংখ্যা কম হওয়ার কারণে লোকাল ট্রেনের পাশাপাশি রীতিমতো ভিড় লক্ষ্য করা যায় এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও। এমনকি কিছু কিছু এক্সপ্রেস ট্রেনের টিকিট দুই মাস আগে বুকিং করতে হয় যাত্রীদের। তাও নিজের পছন্দ মত আসন পান না যাত্রীরা। বিশেষ করে দ্বিতীয় কিংবা তৃতীয় বার্থে যদি বয়স্ক ব্যক্তিদের আসন সংরক্ষিত হয়, সেক্ষেত্রে প্রভুত সমস্যার সম্মুখীন হতে হয় ওই সমস্ত বয়স্ক ব্যক্তিদের।

READ MORE:  ছিলেন রতন টাটার ছায়াসঙ্গী! টাটা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ পদ পেলেন, 'বেস্ট ফ্রেন্ড' শান্তনু নায়ডু

আপনি যদি আপনার বয়স্ক বাবা-মার জন্য ট্রেনের সংরক্ষিত আসন বুকিং করতে চান, এবং নিচের বার্থ বুকিং করতে চান, সেক্ষেত্রে কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলে খুব সহজেই কাজটি করতে পারবেন। প্রথমত, IRCTC-র ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার জন্য অবশ্যই বয়স্ক কোটা নির্বাচন করবেন। সেক্ষেত্রে নিচের বার্থে টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দ্বিতীয়ত, টিকিট বুকিং করার সময় অবশ্যই ব্যক্তির বয়স উল্লেখ করুন, সে ক্ষেত্রেও নিচের বার্থ পেতে পারেন বয়স্ক ব্যক্তি। তাছাড়া, যাওয়ার দিন স্থির হলেই যত তাড়াতাড়ি সম্ভব টিকেট ক্রয় করে ফেলুন, এতে ট্রেনের বেশিরভাগ টিকিট বুকিং হওয়ার আগেই আপনি আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার নিচের বার্থে টিকিট পেতে অসুবিধা হবে না।

READ MORE:  PM Kisan Yojana: আজ কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা, ই-কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন আধার কার্ড দিয়ে

Scroll to Top