Rani Lakshmi Bai Scooty Yojana: সাইকেল অতীত, এবার পড়ুয়াদের স্কুটি দেবে রাজ্য সরকার, কারা পাবে? | Government Of Uttar Pradesh Scooty Yojana
শ্বেতা মিত্র, কলকাতা: বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার রাজ্যের মেধাবী ছাত্রীদের একদম বিনামূল্যে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর জন্য রাজ্যের খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে খবর। এমনিতে সরকার অনেক ধরণের প্রকল্প পরিচালনা করছে, যাতে মেয়েরা এর সুবিধা পেতে পারে। এদিকে, সরকার পরিচালিত রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা সম্পর্কে একটি বড় খবর আপডেট প্রকাশ্যে এল। জেনে নিন বিশদে।
আসলে, উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী রাজ্যের বাজেট পেশ করেছিলেন। এই সময়ের মধ্যে, রানী লক্ষ্মীবাই স্কুটি প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মেধাবী পড়ুয়াদের একদম বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকার পরিচালিত রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার মূল লক্ষ্য হল রাজ্যের মেধাবী ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য উৎসাহিত করা যাতে তারা জীবনে নিজেদের নাম তৈরি করতে পারে।
এই প্রকল্পের আওতায়, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুটি সরবরাহ করা হবে, যাতে তারা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পরিবহনের চ্যালেঞ্জগুলি সহজেই মোকাবেলা করতে পারে।
যদি এই স্কিমের যোগ্যতার কথা বলি, তাহলে আবেদনকারীর জন্য উত্তরপ্রদেশের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক, এছাড়াও, তাকে দ্বাদশ শ্রেণীতে ভালো নম্বর পেতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তরে ভালো পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।
১) আবেদন করার জন্য, শিক্ষার্থীকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে www.mksy.up.gov.in যেতে হবে।
২) এরপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৩) আবেদনপত্র জমা দিন এবং রসিদটি নিরাপদে রাখুন। এরপর সরকার তথ্য যাচাই করবে।
তালিকায় যে সকল ছাত্রীর নাম থাকবে তাদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। এছাড়াও, আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি।
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
This website uses cookies.