লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ranji Trophy: রেলের টিটি স্ট্যাম্প ওড়াল কোহলির, বিরাটকে বধ করা কে এই হিমাংশু সাঙ্গওয়ান? | Who Is Himanshu Sangwan

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচের প্রথম দিনটা কোনও মতে কাটিয়ে দ্বিতীয় দিন বিরাট কোহলির (Virat Kohli) ঝোড়ো ব্যাটিং চাক্ষুষ করার জন্য মুখিয়ে ছিলেন অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকরা। কিংয়ের এন্ট্রির আগেই শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছিলেন স্টেডিয়াম চত্বরে। দীর্ঘ অপেক্ষা পেরিয়ে কোহলি ব্যাট করতে আসায় স্টেডিয়ামে ভক্ত জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে কোলাহল মুখর স্টেডিয়াম নিমেষে শ্মশানে পরিণত হয় বিরাট রেলওয়েজ পেসার হিমাংশু সাঙ্গওয়ানের হাতে বোল্ড হয়ে উইকেট তুলে দেওয়ার পরই। এদিন কোহলির উইকেট ভাঙার পাশাপাশি স্বপ্নভঙ্গ হয় ভক্তদের। কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে যায় গোটা স্টেডিয়ামে।

হিমাংশু সাঙ্গওয়ানের অস্ত্রেই ঘায়েল বিরাট

দ্বিতীয় দিনের ম্যাচ তখন 23.5 ওভারে দৌড়াচ্ছে। রাহুল শর্মার দুরন্ত বল যশ ধুলের প্যাড ছুঁয়েছে, এমন সময়ে আঙুল তুলে উইকেটের ইশারা বোঝালেন আম্পায়ার। বল প্যাডের এতটাই উঁচুতে লাগে যে, সেটি স্ট্যাম্প ছাড়িয়ে বেরিয়ে যেতে পারতো। এমন পরিস্থিতিতে আম্পায়াররা সচরাচর এলবিডব্লিউ দেখান না।

READ MORE:  Gayle's Best IPL XI: নেই রোহিত, নেতৃত্বে ধোনি, তালিকায় এক KKR তারকা! IPL-র সেরা একাদশ বাছলেন ক্রিস গেইল | Best IPL XI Of Chris Gayle

সেই সূত্র ধরেই ধুলকে আউট দেখিয়ে সাজঘরে ফেরান ফিল্ড আম্পায়ার। খেলোয়াড় আউট হতেই গর্জে ওঠে স্টেডিয়াম। তবে এই গর্জনের কারণ ছিল অন্য। হ্যাঁ, বিরাট কোহলির আগমনকে সামনে রেখেই সুর চড়িয়েছিলেন দর্শকরা। ভক্তদের প্রতীক্ষা না বাড়িয়ে তড়িঘড়ি ব্যাট হাতে মাঠে নামেন কোহলিও। মাঠে নেমে খাতা খুলতে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছিল বিরাটকে। ওভারের পঞ্চম বলে 1 রান নিয়ে ইনিংস শুরু করেন বিরাট। দেখতে দেখতে বেশ কিছুটা রাস্তা খেলা গড়ালে 27.3 ওভারে রেলওয়েজ পেসার হিমাংশুকে জোরালো স্ট্রেট ড্রাইভ দেখান কোহলি।

বল পৌঁছায় বাউন্ডারির গন্তব্যে। প্রিয় তারকার চারে ভেসে আসে সমর্থকদের গলা ফাটানো চিৎকার। তবে ওভারের পরবর্তী বলটিই দর্শকদের উচ্ছ্বাসে জল ঢেলেছিল। হিমাংশুর পরের বলেই অফ স্টাম্পে বোল্ড হন বিরাট। স্টেডিয়ামে কার্যত শ্মশানের নিস্তব্ধতা ছেয়ে যায়। হিমাংশুর অস্ত্রে ঘায়েল হয়ে মাঠ ছাড়েন কিং কোহলি।

READ MORE:  আমূল বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশন, নতুন পথের পর যাত্রী স্বার্থে আরেকটি বড় পদক্ষেপ

সুপারস্টারকে আউট করে বড় লক্ষ্যভেদ করলেন হিমাংশু!

বিরাট কোহলির মতো মহা তারকাকে আউট করা তাও আবার বোল্ড করে, এই ঘটনা হয়তো সচরাচর স্বপ্নেও কল্পনা করতে ভয় পান তরুণ বোলাররা। সেখানে, রঞ্জির ম্যাচে ভারতীয় সুপারস্টারকে বোল্ড করে স্টাম্প উড়িয়েছেন হিমাংশু। আর এই ঘটনা যে তাকে বড় লক্ষ্য ভেদ করতে সাহায্য করেছে এ কথা প্রায় নিশ্চিত। সেই সাথে কোহলিকে আউট করে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচের দিনটা যে এই পেসার স্মরণীয় করে রাখবেন একথা বলার অবকাশ নেই।

বিরাটকে 6 রানে বোল্ড করা কে এই হিমাংশু?

রঞ্জির ম্যাচে বিরাটের রানে কোপ বসানো হিমাংশু সাঙ্গওয়ান একজন ডান হাতি আনক্যাপড পেসার। ভারতের এই তরুণ প্রতিভা এখনও পর্যন্ত 23টি প্রথম শ্রেণি, 17টি লিস্ট এ এবং 7টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত হিমাংশুর ঝুলিতে যোগ হয়েছে মোট 77টি উইকেট। 17টি লিস্ট এ ম্যাচে তার নামে 21টি উইকেট রয়েছে।

পড়তে ভুলবেন না: শেষ সুযোগ, ফর্মে না ফিরলে টিম ইন্ডিয়ার এই ৩ ক্রিকেটারের ডানা ছাঁটবে BCCI

এছাড়াও 7টি টি-টোয়েন্টি খেলে 5টি উইকেট ভেঙেছেন 24 বছর বয়সী হিমাংশু। জানা যায়, রেলওয়েজ দলের অন্যতম বিশ্বস্ত বোলার হিমাংশু এক সময়ে দিল্লি রেলওয়ে স্টেশনে টিকিট সংগ্রাহকের কাজ করতেন। বলে রাখি, বিরাটের উইকেট দখলকারী হিমাংশু রঞ্জিতে পাড়ি জমানোর পর মুম্বই দলের বিরুদ্ধে 60 রান খরচে 6 উইকেট নিয়েছিলেন। সেবার এই তরুণ পেসারের কাঁধে চেপেই 8 উইকেটে মুম্বইকে হারিয়েছিল রেলওয়েজ।

READ MORE:  BCCI: BCCI-র চুক্তিতে ফিরলেন দুই তাবড় তারকা! তালিকায় একাধিক KKR প্লেয়ার! A+ গ্রেডে কজন? | New Central Contract Of BCCI
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.