Ranveer Allahbadia Net Worth: মাসিক আয় ৩৫ লাখ, ইউটিউব ছাড়াও রয়েছে ৬ ধরণের ব্যবসা! রণবীরের মোট সম্পত্তি কত? | Youtuber Ranveer Allahbadia Business, Income, Net Worth
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মা-বাবার ব্যক্তিগত জীবন নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিখরে রয়েছেন বিয়ার বাইসেপস ইউটিউব চ্যানেল কর্তা তথা বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার (Ranveer Allahbadia)। সম্প্রতি ইন্ডিয়াস গট ল্যাটেন্টে শোয়ের অনুষ্ঠানে উত্তেজনার বসে এক প্রতিযোগীর মা-বাবাকে নিয়ে কুরুচি করমন্তব্য করে বসেন ইউটিউবার রণবীর। আর এই ঘটনার পরই তাঁকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউব রিয়ালিটি শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টের একটি এপিসোড চলছিল, সেখানেই নিজের মানসিক উত্তেজনার চাপ সামলাতে না পেরে এক প্রতিযোগীকে বিরাট মন্তব্য করে বসেন রণবীর। ইউটিউবার বলেন, তুমি কী তোমার বাবা মায়ের যৌন মিলন সারাজীবন নিজের চোখে দেখতে চাও, নাকি প্রথম দিনই সেই মিলনের অংশ হয়ে সবটা শেষ করে দিতে চাও একদিনেই? একজন প্রতিযোগীর বাবা-মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে এহেন অগ্রহণযোগ্য মন্তব্যকে কাঠগড়ায় তুলেছেন নেট মহলের সদস্যরা। ইউটিউবারের বিরুদ্ধে ডার্ক জোকসের নামে অশ্লীলতা প্রচারের অভিযোগ উঠেছে।
একজন প্রতিযোগীর বাবা মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রত্যাশিত অশ্লীল মন্তব্য করার কারণে ইউটিউবার রণবীরকে দুষতে থাকেন তাঁর ভক্তরাই। গোটা সমাজ মাধ্যম ছেয়ে যায় বিয়ার বাইসেপস কর্তার সমালোচনায়। ইউটিউবের অন্যতম রিয়ালিটি শোয়ের মঞ্চে গুরুতর মন্তব্য করায় মঙ্গলবার রণবীরের মুম্বইয়ের বাড়িতে ফিরে হানা দেয় পুলিশ। তাঁর কর্মকাণ্ডের জন্য দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশ সূত্রে খবর, ইউটিউবার রণবীরের বিরুদ্ধে থানায় জমা পড়েছে একাধিক অভিযোগ। দায়ের হয়েছে এফআইআর-ও। আর সেই কারণেই মঙ্গলবার তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ। ইতিমধ্যেই অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার অ্যাসোসিয়েশনের তরফে সময় রায়নার শো ব্যান করার দাবি উঠেছে।
সময় রায়নার ইউটিউব শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে মশকরার ছলে একজন প্রতিযোগীর বাবা মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় যথেষ্ট ভোগান্তি পোয়াতে হয়েছে ইউটিউবার রণবীরকে। তাঁর নামে দায়ের করা হয়েছে একাধিক এফআইআর। সোশ্যাল মিডিয়া খুললেই তাঁকে নিয়ে একাধিক ট্রোল চোখে পড়বে। এমন পরিস্থিতিতে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন রণবীর। এদিন একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে ইউটিউবার লিখেছেন, কমেডি একমদই আমার ধাতের বিষয় নয়। আমি যা বলেছি তা সত্যিই ভুল।
নেশায় ইউটিউব কেরিয়ারে প্রবেশ করলেও বর্তমানে সেটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন রণবীর। তাঁর নামের ইউটিউব চ্যানেলটিতে 10.5 মিলিয়ন ও বিয়ের বাইসেপসে 8.24 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না ইউটিউব ছাড়াও আরও 6 ধরণের ব্যবসা রয়েছে রণবীরের। আর সেই সূত্র ধরেই ইউটিউবারের সম্পত্তির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
আরও পড়ুন: শিয়ালদা স্টেশনে ভয়াবহ কাণ্ড, আগুনের কবলে নৈহাটি লোকাল! চারিদিকে আতঙ্ক
সূত্র বলছে, ধীরুভাই আম্বানি স্কুল থেকে পাশ করে ইলেকট্রনিক্স টেলিকম ইঞ্জিনিয়ারিং করা ছেলেটা 2014 সালে ইউটিউব কেরিয়ার শুরু করলেও বিভিন্ন ব্যবসায়ে মনোনিবেশ করতে শুরু করেন। বেশ কিছু সূত্র মারফত খবর, ব্যবসায়ী রণবীরের বর্তমান সম্পত্তির পরিমাণ 60 কোটি টাকারও বেশি। যেখানে ইউটিউব থেকে তাঁর মাসিক আয় 35 লাখ।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.