Ration Card: রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা, গ্রাহকদের জন্য এসেছে সুখবর
কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর দিয়েছে। গণবণ্টন ব্যবস্থার অধীনে রেশন গ্রহণকারী সুবিধাভোগীদের রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
এর আগে এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ, ২০২৫। তবে এখনও অনেক রেশন কার্ডধারী তাদের আধার সংযুক্ত করেননি। এই বিষয়টি বিবেচনা করেই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন বিভাগ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি ৩০ জুনের মধ্যে কোনও রেশন কার্ডধারীর পরিবারের সদস্যদের আধার সংযুক্ত না করা হয়, তাহলে সেই সদস্যদের নাম রেশন কার্ড থেকে মুছে ফেলা হবে। এর ফলে তারা আর রেশন পাওয়ার সুযোগ পাবেন না।
সরকার জানিয়েছে, রেশন কার্ডকে আধারের সাথে লিঙ্ক করলে জাল রেশন কার্ড সনাক্ত ও বাতিল করা যাবে। ফলে শুধুমাত্র যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীরাই রেশন পাবেন। এই উদ্যোগে রেশন বণ্টনে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকবে।
যারা এখনও আধার সংযুক্ত করেননি, তারা দ্রুত নিচের পদ্ধতিতে কাজটি সম্পন্ন করতে পারেন:
1. নিকটস্থ রেশন দোকান বা কমন সার্ভিস সেন্টারে যান
2. সাথে নিয়ে যান –
– রেশন কার্ড
– আধার কার্ড (প্রত্যেক সদস্যের)
3. POS মেশিন-এর মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে আধার সংযুক্তি সম্পন্ন হবে
যদি আপনি এখনও রেশন কার্ডে আধার লিঙ্ক করেননি, তাহলে ৩০ জুনের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করুন, নইলে রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের রাজনৈতিক মহলের মোড় ঘুরিয়ে দিয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Amendment…
স্যামসাং মিড রেঞ্জে ভালোভালো ফোন বাজারে এনেছে। এরমধ্যে জনপ্রিয় Samsung Galaxy A55 5G। এই ডিভাইসটি…
যদি আপনি লম্বা ভ্যালিডিটি সহ জিওর সেরা কোনো রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) খোঁজ করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) আবারও বড়সড় ধ্বস। বিদেশে চলমান আর্থিক টানাপোড়েন সরাসরি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল 2008 সালের 24 জানুয়ারি। শাহরুখ খান ও জুহি…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম অতীত, এবার টানা দুর্যোগের জন্য তৈরি হয়ে যান বাংলার মানুষ।…
This website uses cookies.