RBI-এর বড় ঘোষণা, এবার ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না

ব্যাংকের সঞ্চিত অর্থই মানুষের প্রধান আর্থিক নিরাপত্তার প্রধান চাবিকাঠি। কিন্তু যদি হঠাৎ করে জানা যায়, আপনি নিজের ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা তুলতে পারবেন না। তখন কেমন লাগবে? সম্প্রতি এমনই একটি নির্দেশিকা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। যার ফলে ব্যাংকের গ্রাহকরা বেশ চিন্তায় পড়ে গেছে। 

গ্রাহকদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?

একদিকে নতুন ভারত কো-অপারেটিভ ব্যাংকের গ্রাহকরা এই নিয়ে আতঙ্কিত, অন্যদিকে RBI-এর নতুন নির্দেশে কিছুটা স্বস্তির দেখা যাচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি এই ব্যাংকের উপর কিছু কঠোর নিয়ম আরোপ করেছে, যার মধ্যে অন্যতম হলো টাকা তোলার সীমাবদ্ধতা। 

READ MORE:  Gold And Silver Price Today: একধাক্কায় ৯০ হাজারের গণ্ডি পার করল সোনা, রুপোর দরও আকাশছোঁয়া! আজকের রেট | Gold Silver Price Today

মুম্বাইয়ের গ্রাহকদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারণ করেছে, যে তারা ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুধুমাত্র ২৫ হাজার টাকা তুলতে পারবেন। অর্থাৎ, একবারে ২৫ হাজার টাকার বেশি টাকা তোলা যাবে না।

কেন এমন সিদ্ধান্ত নিল RBI?

নতুন ভারত কো-অপারেটিভ ব্যাংক দীর্ঘদিন ধরেই ভয়াবহ লোকসানের মুখোমুখি পড়েছিল। লাগাতার আর্থিক ক্ষতির কারণে ব্যাংকটি বিপদসীমার সম্মুখীন হয়েছিল। ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে ব্যাংকের অর্থ ঋণ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নতুন করে কোনো রকম আমানত গ্রহণ করা হবে না।

READ MORE:  RBI On IndusInd: এবার IndusInd ব্যাঙ্ক'কে নিয়ে মুখ খুলল RBI | Reserve Bank Of India On IndusInd Bank

নতুন নির্দেশিকা কী বলছে? 

আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, নতুন ভারত কো-অপারেটিভ ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ব্যাংকের শাখা এবং এটিএম এর মাধ্যমে ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবে না।

তবে ব্যাংকের প্রায় ৫০ শতাংশ গ্রাহক তাদের সম্পূর্ণ ব্যালেন্স তুলতে পারবেন, কিন্তু বাকিদের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার সীমাবদ্ধতা তৈরি করে দেয়া হয়েছে। আগে ব্যাংক গ্রাহকদের কোন টাকা তোলারই অনুমতি দিচ্ছিল না। কিন্তু নতুন নিয়মে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এবার। 

ব্যাংকের বর্তমান পরিস্থিতি

ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ভারত কো-অপারেটিভ ব্যাংকের পরিচালনা প্রশাসক বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। আরবিআই-এর নিযুক্ত নতুন প্রশাসক হলেন শ্রীকান্ত, যিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক। তিনি আগামী ১২ মাস পর্যন্ত এই ব্যাংকের পর্যালোচনা কমিটির দায়িত্বে থাকবেন।

READ MORE:  বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩০০০ টাকা করা হবে, কবে থেকে বাড়বে?

গ্রাহকদের করণীয় কী?

যারা নতুন ভারত কো-অপারেটিভ ব্যাংকে টাকা রেখেছেন, তাদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক পরামর্শ দিচ্ছে-

  • জরুরী আর্থিক পরিকল্পনা এখন থেকেই করুন এবং বিকল্প ব্যবস্থা করে রাখুন।
  • ব্যাংকের নির্দেশিকা অনুসারে কেবলমাত্র ২৫ হাজার টাকা পর্যন্ত তোলার চেষ্টা করুন। 
  • আরবিআই-এর ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে নজর রাখুন। কারণ ৬ মাস পরে পরবর্তী আপডেট আসতে পারে।