RBI: HDFC সহ দুই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া | Reserve Bank Of India Fined HDFC And Punjab And Sindh Bank
শ্বেতা মিত্র, কলকাতা: এপ্রিল মাস শুরু হওয়ার আগেই চরম পদক্ষেপ নিল আরবিআই (RBI)। আবারো নতুন করে দেশের দুটি বড় ব্যাঙ্কের ওপর শাস্তির খাড়া নেমে এল। মূলত নিয়ম না মানার জন্য জরিমানা করা হয়েছে দুটি ব্যাঙ্ককে। এহেন পরিস্থিতিতে প্ৰশ্ন উঠছে, কোন ব্যাঙ্ক দুটিকে জরিমানা করা হয়েছে? সেইসঙ্গে আপনার অ্যাকাউন্টের ওপর কোনো প্রভাব পড়বে না তোম বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
বুধবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে নিয়ম না মানার জন্য HDFC ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে যে কেওয়াইসি সংক্রান্ত কিছু আরবিআই নির্দেশাবলী অনুসরণ না করার জন্য এইচডিএফসি ব্যাংককে ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, আরবিআই পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের উপর ৬৮.২০ লক্ষ টাকা জরিমানা করেছে।
এখানে জানিয়ে রাখা ভালো, এই জরিমানা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের উপর প্রভাব ফেলবে না। অন্য একটি বিবৃতিতে, আরবিআই জানিয়েছে যে পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংককে ৬৮.২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, ব্যাংক কর্তৃক প্রদত্ত বৃহৎ ঋণের তথ্য এক জায়গায় রাখার নিয়ম, সাধারণ জনগণকে ব্যাংকিং পরিষেবা প্রদান এবং তাদের জন্য বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (BSBDA) খোলার নিয়ম সম্পর্কিত কিছু নির্দেশ অনুসরণ করেনি। ফলে এই সিদ্ধান্ত। লভ্যাংশ ঘোষণার সাথে সম্পর্কিত প্রয়োজনীয়তাগুলি মেনে না চলার জন্য রিজার্ভ ব্যাংক KLM এক্সিভা ফিনভেস্টকে ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে।
KLM Exiva Finvest-এর উপর RBI-এর তদন্তে জানা গেছে যে কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করলেও, গত তিন বছর ধরে RBI-এর নির্ধারিত প্রয়োজনীয় আর্থিক শর্ত পূরণ করতে পারেনি। এই নিয়মগুলি নন-ব্যাংকিং আর্থিক কোম্পানিগুলির (এনবিএফসি) জন্য তৈরি করা হয়েছে। আরবিআই কোম্পানিটিকে শো-কজ নোটিশও পাঠিয়েছিল। কোম্পানির প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত শুনানির পর, আরবিআই উপলব্ধি করেছে যে কোম্পানির বিরুদ্ধে আরোপিত অভিযোগ সঠিক এবং তার উপর আরোপিত জরিমানাও যথাযথ।
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২রা এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.