RBI Loan Rules: ব্যাঙ্ক থেকে লোন নিলে হবে বিরাট লাভ, ১ এপ্রিল থেকে নতুন নিয়ম আনছে RBI | Reserve Bank Of India Loan Rules
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী ১লা এপ্রিল, ২০২৫ থেকে নতুন নিয়ম (RBI Loan Rules) চালু করতে চলেছে। আর এই পরিবর্তনগুলির প্রভাব মূলত কৃষক, মহিলা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাড়ি কিনতে ইচ্ছুক ব্যক্তিদের উপরে পড়বে। তবে সবথেকে বড় ব্যাপার, এই নতুন নিয়মে সাধারণ মানুষের উপর অনেকটাই স্বস্তির হাওয়া বইবে। বেশ কিছু সূত্র বলছে, এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের ব্যাংকিং সুবিধার পথকে আরো মসৃণ করে তুলবে। চলুন নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।
নতুন নিয়মগুলি সম্পর্কে জানার আগে আমরা প্রথমে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং (PSL) বিষয়টি একটু আলোকপাত করি। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং (PSL) হল এমন একটি নীতি, যেখানে ব্যাংকগুলিকে সমাজের সেই সমস্ত শ্রেণীর মানুষের ঋণ দিতে হয়, যারা সাধারণত ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত থাকে। আর এই নীতির আওতায় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, দরিদ্র মহিলা, গ্রামীণ এলাকার মানুষ এবং পরিবেশবান্ধব শক্তি প্রকল্প অন্তর্ভুক্ত থাকে।
আগামী ১লা এপ্রিল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক সহজ শর্ত ঋণ প্রদান করতে চলেছ। জানা যাচ্ছে, এখন থেকে মেট্রো শহরগুলিতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর আওতায় আসবে। এই সীমা ছিল আগে মাত্র ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি ছোট শহরগুলির ক্ষেত্রেও ঋণের সীমা বাড়ানো হয়েছে, যা মধ্যবিত্ত থেকে শুরু করে নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য দারুণ সুখবর।
আগে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর অধীনে মহিলারা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারত। এবার এই সীমা দ্বিগুণ করে ২ লক্ষ টাকা করা হয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ফলে মহিলারা এবার থেকে আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন।
নতুন নিয়মে এবার কৃষকদের জন্য গুদাম রসিক ভিত্তিক ঋণের সীমা ৯০ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদক সংস্থাগুলি এখন ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে, যেখানে আগে এই সীমা ছিল মাত্র ৫ কোটি টাকা।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে পরিবেশবান্ধব শক্তি প্রকল্পের সীমা ৩৫ কোটি টাকা করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট নন জ্বালানি উৎপাদন করা। ফলে পরিবেশবান্ধব শক্তি খাতে এক বড়সড় প্রভাব পড়বে।
রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে শিক্ষা ঋণের সীমা ২৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো, যেমন হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে ঋণের সীমা এখন ১২ কোটি টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই নীতি শুধুমাত্র ব্যাংকগুলির জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য এক বড় আশীর্বাদ। এটি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে, যা “বিকশিত ভারত” গঠনের এক বড় পদক্ষেপ। তাই এখন ব্যাংক থেকে ঋণ পাওয়া আগের তুলনায় অনেক সহজ হবে, যা ভারতের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের বড়সড় ভূমিকা রাখবে।
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC।…
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে…
This website uses cookies.