লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

RBI New 100, 200 Rupee Note: বাজারে ১০০, ২০০ টাকার নতুন নোট আনছে RBI, পুরনোগুলো সব বাতিল? | Reserve Bank Of India New Note

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: দেশে চলমান বেশ কিছু নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল আরবিআই (Reserve Bank of India)। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার জেরে নতুন করে যেন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন দেশবাসী। তাহলে ফের কি নোটবন্দির স্মৃতি ফিরছে? এই নিয়ে শুরু হয়েছে ফিসফাঁস। আপনার কাছেও যদি ১০০, ২০০ টাকার নোট থেকে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

১০০, ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত

১০০ এবং ২০০ টাকার নতুন নোট জারি করা হবে। মঙ্গলবার ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) জানিয়েছে যে তারা শীঘ্রই গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরযুক্ত ১০০ এবং ২০০ টাকার নোট জারি করবে। মঙ্গলবার আরবিআইয়ের প্রধান মহাব্যবস্থাপক পুনীত পাঞ্চোলি জানিয়েছেন যে এই নতুন নোটগুলিতে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে।

READ MORE:  Jio ফিরিয়ে আনলো ১৮৯ টাকার প্ল্যান, আনলিমিটেড কলিং, ডেটার সাথে আর কী কী সুবিধা পাবেন?

ডিজাইন কেমন হবে?

এই নতুন নোটগুলির নকশা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ১০০ এবং ২০০ টাকার নোটের মতো হবে। অর্থাৎ, তাদের রঙ, প্যাটার্ন এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি বর্তমান নোটগুলির মতোই সামঞ্জস্যপূর্ণ থাকবে। তবে আগের নোট নিয়ে চিন্তার কিছু নেই। এর করব আরবিআই স্পষ্ট করে জানিয়েছে যে আগে জারি করা সমস্ত পুরানো ১০০ এবং ২০০ টাকার নোটও প্রচলিত থাকবে এবং বৈধ দরপত্র হিসেবে বিবেচিত হবে। মালহোত্রা ২০২৪ সালের ডিসেম্বরে শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়ে আরবিআই গভর্নরের দায়িত্ব নেবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আচমকা কেন এমন সিদ্ধান্ত?

নগদ সরবরাহ বজায় রাখা এবং ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা, সর্বোপরি স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও, নতুন গভর্নরের স্বাক্ষর সম্বলিত নোট জারি করা একটি নিয়মিত প্রক্রিয়া যা প্রতিটি নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পরে সম্পন্ন হয়।

READ MORE:  IndusInd Bank Crisis: ভরাডুবির মধ্যেই ১১০০০ কোটির সম্পত্তি বিক্রি! কী করতে চলছে IndusInd ব্যাঙ্ক? | IndusInd Bank Sell 11000 Crore CDs

আপনাদের জানিয়ে রাখি যে এর আগে আরবিআই বলেছিল যে তারা শীঘ্রই নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর সম্বলিত ৫০ টাকার নোট জারি করবে। এই নোটগুলির নকশা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ৫০ টাকার নোটের মতো হবে। অতীতে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক জারি করা ৫০ মূল্যের সমস্ত ব্যাংক নোট বৈধ দরপত্র হিসেবে বহাল থাকবে।

READ MORE:  রাজ্যে তৈরি হচ্ছে শিল্প পার্ক! বদলাবে অর্থনীতি, হবে হাজার হাজার কর্মসংস্থান
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.