RBI On IndusInd: এবার IndusInd ব্যাঙ্ক’কে নিয়ে মুখ খুলল RBI | Reserve Bank Of India On IndusInd Bank

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে এবার ব্যাপক গরমিল বেরিয়ে এসেছে। ব্যাংকটি সম্প্রতি স্বীকার করেছে যে, তাদের হিসাবের মধ্যে 2100 কোটি টাকার একটি ভুল ধরা পড়েছে। আর এই বিষয়টি নিয়েই গত শনিবার, 9ই মার্চ ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। কিন্তু ব্যাংকটির সাথে আসল ঘটনা কী ঘটেছে? ইন্ডাসিন্ড ব্যাংকের এই অ্যাকাউন্টিং গরমিল কেন আসলো এবং RBI-এর হস্তক্ষেপে কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? চলুন জেনে নিই বিস্তারিত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী বলছে রিজার্ভ ব্যাংক?

ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই বৃহৎ গরমিল সত্ত্বেও ইন্ডাসিন্ড ব্যাংকের আর্থিক অবস্থা বর্তমানে বেশ শক্তিশালী স্থানে রয়েছে। ব্যাংকের মূল আর্থিক অবস্থা সম্পর্কে RBI যা তথ্য দিয়েছে সেখানে ব্যাংকটির Capital Adequacy Ratio বর্তমানে 16.46%, যা ব্যাংকের অবস্থানকে শক্তিশালী নির্দেশ করছে। এছাড়া বর্তমানে ব্যাংকটির Provision Coverage Ratio 70.20% এবং Liquidity Coverage Ratio 113%, যা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত 100%-এর চেয়েও অনেকটা বেশি। 

READ MORE:  ATM থেকে টাকা তোলার খরচ বাড়ছে! এবার থেকে কত ফি দিতে হবে? জেনে নিন বিস্তারিত

এখানেই শেষ নয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক বলেছে যে, ইন্ডাসিন্ড ব্যাংক ইতিমধ্যেই একটি স্বাধীন অডিট টিম নিয়োগ করেছে, যারা ব্যাংকের হিসাবের এই গরমিল খতিয়ে দেখবে এবং সঠিকভাবে হিসাবনিকাশ করবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ইন্ডাসিন্ড ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে?

বেসরকারি এই ব্যাংকটি জানিয়ে দিয়েছে যে, তারা দ্রুত সমস্ত ভুলের সংশোধন করতে চায় এবং মার্চ মাসের মধ্যেই পুরো বিষয়টিকে স্বচ্ছভাবে সবার সামনে নিয়ে আসবে। রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী, ব্যাংক কর্তৃপক্ষ এবং পরিচালনা পর্ষদকে এই গরমিল দ্রুত সমাধান করতে হবে। হিসাবের গন্ডগোলের প্রকৃত কারণ নির্ধারণ করে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং সব স্টকহোল্ডারদের সঠিক তথ্য প্রদান করতে হবে।

READ MORE:  ৫ বছর পর রেপো রেটে বদল, আমজনতাকে বিরাট স্বস্তি দিল RBI

ইন্ডাসিন্ড ব্যাংকের এই হিসাবের গরমিল নিঃসন্দেহে ব্যাংকিং খাতে ব্যাপক প্রভাব ফেলছে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ এবং ব্যাংকের সক্রিয় পদক্ষেপের ফলে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার এই মুহূর্তে কোন রকম কারণ নেই। ব্যাংকিং ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখার জন্য রিজার্ভ ব্যাংকের কঠোর পদক্ষেপ মেনেই এই ব্যাংকটি এগোচ্ছে। এখন দেখার ইন্ডাসিন্ড ব্যাংক এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়।

READ MORE:  UPI New Rules: ১ ফেব্রুয়ারি থেকে এবার বড় পরিবর্তন আসছে UPI-এ, সমস্যায় পড়ার আগে জানুন | Unified Payments Interface New Rules
Scroll to Top