RBI On UPI: বদলে যাবে লেনদেনের হাল! শুধু রেপো রেটই নয়, UPI নিয়েও বড় সিদ্ধান্ত RBI-র | UPI Transaction Limit
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক যখন রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করল, তখনই গৃহঋণ থেকে শুরু করে গাড়ি ঋণ কিংবা যেকোন ধরনের ব্যাংকের লোন নেওয়া গ্রাহকদের জন্য জলভাত হয়ে উঠেছে। কিন্তু না, এখানেই শেষ নয়। রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার সঙ্গে এসেছে আরো একটি বড় সিদ্ধান্ত। আর তা হল, UPI পেমেন্ট লিমিট নির্ধারণের দায়িত্ব দেওয়া হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে (NPCI)।
রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা সম্প্রতি ঘোষণা করেছেন, এখন থেকে পার্সন টু মার্চেন্ট অর্থাৎ ব্যক্তি থেকে ব্যবসায়ী বা ব্যবসায়ী থেকে ব্যক্তি লেনদেনের জন্য ইউপিআই লিমিট ঠিক করার অধিকার দেওয়া হচ্ছে NPCI-কে। সূত্র বলছে, এখনো পর্যন্ত এই সীমা ছিল সর্বোচ্চ ২ লক্ষ টাকা। তবে এটি ভবিষ্যতে পরিবর্তন করা হবে। আর এই পরিবর্তন আসবে অর্থনৈতিক প্রয়োজন হিসেবেই। তবে জানিয়ে রাখি, ব্যক্তি থেকে ব্যক্তি বা পার্সন টু পার্সন লেনদেনের সীমা আগের মতই ১ লক্ষ টাকা থাকছে। আর এতে কোনরকম পরিবর্তন আনা হচ্ছে না।
রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত এমন সময় নিয়েছে, যখন দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নজর কাড়ছে ইউপিআই। মার্চ মাসে ইউপিআই এর মাধ্যমে মোট ১৮.৩ বিলিয়ন লেনদেন হয়েছে। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ১৩.৫৯ শতাংশ বেশি। আর এই লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৪.৭৭ লক্ষ কোটি টাকা, যা এক কথায় চোখ কপালে ওঠার মত অঙ্ক। হিসাব বলছে, প্রতিদিন গড়ে প্রায় ৫৯ কোটি লেনদেন হচ্ছে ইউপিআই প্ল্যাটফর্ম দিয়ে, যার আর্থিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭৯,৯১০ কোটি টাকা।
যেহেতু লেনদেনের সীমা বাড়ানো হচ্ছে, তাই রিজার্ভ ব্যাংক জানিয়েছে উচ্চমূল্যের ট্রানজেকশনের ক্ষেত্রে কিছু বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হবে। আর একইসঙ্গে প্রতিটি ব্যাংক নিজেদের অভ্যন্তরীণ সীমা নির্ধারণ করতে পারবে NPCI এর গাইডলাইন মেনে।
যেমনটা জানা যাচ্ছে, NPCI এখন থেকে ব্যাংক ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সীমা নির্ধারণ করবে। ফলে আর একতরফা কোনরকম সিদ্ধান্ত নেওয়া হবে না।
ইউপিআই লেনদেনের এই পরিবর্তনের ফলে যদি আপনি বিরাট অঙ্কের কোন কেনাকাটা করে ফেলেন, সেক্ষেত্রে খুব দ্রুতই আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এবার থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের কোন প্রয়োজন হবে না। আর এর ফলে নগদহীন বা ডিজিটাল লেনদেনের জগতে ভারত এক নয়া রেকর্ড গড়বে, তা বলাবাহুল্য।
একদিকে রেপো রেট কমে যাওয়ায় যেমন ঋণগ্রহীতারা স্বস্তি পেয়েছে, আর ঠিক তেমনই ইউপিআই লেনদেনের এই বিরাট পরিবর্তন ভবিষ্যতে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ। এখন দেখার কবে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা হয়।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ (Bangladesh)! সূত্রের খবর,…
সৌভিক মুখার্জী, কলকাতা: ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফাইটার জেট চালানো। আর এই সেই ছেলেটি এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 মহিলা বিশ্বকাপের (2025 Women’s World Cup) টিকিট পেয়ে গেল পাকিস্তান। বৃহস্পতিবার…
আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ড আর প্যান কার্ড (Pan Card) আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল এসএসসির (SSC Case) চাকরি বাতিলের মামলায় হাই কোর্টের নির্দেশ…
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের সেই বিকট গরম যেন বৈশাখের বারিধারায় হারিয়ে গিয়েছে। বেলার দিকে বেশ…
This website uses cookies.