লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

RBI Repo Rate: মধ্যবিত্তদের জন্য সুখবর! হোম লোনের EMI এবার হবে হাফ? চমক দেখাবে RBI | Reserve Bank Of India Repo Rate

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরের শেষে ভারতের অর্থনীতিতে বড়সড় চমক দিতে পারে রিজার্ভ ব্যাংক। সূত্র বলছে, রিজার্ভ ব্যাংক আবারও রেপো রেট (Repo Rate) কমানোর পথে হাঁটছে। সবথেকে বড় ব্যাপার, এবার রেপো রেট কমে দাঁড়াতে পারে মাত্র ৫.৫ শতাংশে, যা এখন ৬.২৫ শতাংশ দাঁড়িয়ে রয়েছে। আর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তাহলে এটি হবে ২০২২ সালের আগস্ট মাসের পর তিন বছরের মধ্যে সর্বনিম্ন রেপো রেট। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে তারা দেশের পাঁচজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছে এবং সকলেই রেপো রেট কমার সম্ভাবনাকে সবুজ সংকেত দিয়েছে।

READ MORE:  PF Interest: কেন বাড়ল না PF-র সুদ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য | Employees' Provident Fund Organisation Interest Rate

কেন কমছে রেপো রেট?

রেপো রেট সাধারণত তখনই কমে, যখন মুদ্রাসনীতির হার কম থাকে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায়। আর এই মুহূর্তে আমরা একটু খতিয়ে দেখলে দেখতে পাব দুই ক্ষেত্রেই রিজার্ভ ব্যাংকের হাতে রেপো রেট কমানোর সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, এবার মুদ্রানীতি কমিটির প্রধান লক্ষ্য হবে রেপো রেট কমানো। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর এখন সবথেকে বড় ঝুঁকি থেকে যাচ্ছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এদিকে ভারতীয় স্টেট ব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, যদি বর্তমানে মুদ্রাস্ফীতির পূর্বাভাস ঠিকঠাক থাকে, তাহলে ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই রিটেল ইনফ্লেশন ৪% এর নীচে নেমে আসতে পারে। গত ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের নীচে ছিল, যা তখন ইতিবাচক ইঙ্গিত দিচ্ছিল।

READ MORE:  ATM থেকে টাকা না বেরোলে কী করবেন? ৩০ সেকেন্ডের মধ্যেই এই কাজ করতে হবে

আন্তর্জাতিক বাজার এবং রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ

বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে ঠেকেছে, যা ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বড়সড় ভূমিকা রাখছে। তবে সম্প্রতি ভারতের ব্যাংকিং ব্যবস্থায় লিকুইডিটির ঘাটতি মারাত্মক ছিল। আর জানুয়ারি ২০২৫-এর সেই ঘাটতি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক ডলার কেনার মাধ্যমে বাজারে রুপির সরবরাহ কিছুটা বাড়িয়ে এই সংকট তখন সামাল দিতে সক্ষম হয়।

সবচেয়ে বেশি লাভবান হবে রিয়েল এসেস্ট

যদি রেপো রেট কমানো হয়, তাহলে সব থেকে বেশি সুবিধা রিয়েল এসেস্ট, এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। কারণ এপ্রিলের MPC মিটিং-এ ২৫ বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে। আর এতে হোম লোনের EMI কমবে। ফলে মধ্যবিত্তদের জন্য এখন বাড়ি কেন আরো সহজ হয়ে উঠবে। পাশাপাশি সুদের হার কমায় বায়ার ও ইনভেস্টরের আগ্রহ আরো বাড়বে। ফলে হাউসিং মার্কেটের চাহিদাও আকাশছোঁয়া হবে।

READ MORE:  সরকারি কর্মীদের বেতন ১৮৬% বাড়বে, সাথে ৫ বার প্রমোশন! অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট

ভবিষ্যৎ সম্ভাবনা

ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার মুদ্রাস্ফীতির চেয়ে অর্থনৈতিক বৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে, তা সবার কাছেই স্পষ্ট। রেপো রেট কমলে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বরং ব্যবসা-বাণিজ্য, শিল্পক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে। একদিকে ইএমআই কমবে, আবার অন্যদিকে বাড়বে বিনিয়োগ ও উৎপাদন। এখন ৯ই এপ্রিল বৈঠকে স্পষ্ট হবে আরবিআই কোন পথে হাঁটে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.