RBI Repo Rate: এপ্রিলেই মধ্যবিত্তদের বিরাট স্বস্তি দিতে পারে RBI | Reserve Bank Of India
শ্বেতা মিত্র, কলকাতাঃ মধ্যবিত্তদের জন্য রইল বিরাট খবর। আগামী কয়েকদিনের মধ্যে সকলে স্বস্তি পেলেও পেতে পারেন মুদ্রাস্ফীতি থেকে। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) আবারও মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক রিপোর্ট অনুসারে, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা মুদ্রানীতি কমিটির বৈঠকে আরবিআই রেপো রেট কমাতে পারে।
প্রকৃতপক্ষে, গবেষণা সংস্থা ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ বৃহস্পতিবার জানিয়েছে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি আগামী মাসে তাদের পর্যালোচনা সভায় মূল নীতিগত হার রেপো ০.২৫ শতাংশ কমাতে পারে। ইন্ডিয়া রেটিং-এর প্রধান অর্থনীতিবিদ এবং পাবলিক ফাইন্যান্সের প্রধান দেবেন্দ্র কুমার পন্ত বলেন, ‘আমরা আশা করছি যে ২৪-২৫ অর্থবছরে মুদ্রাস্ফীতি ৪.৭ শতাংশে নেমে আসবে। ২০২৫-২৬ অর্থবছরে মুদ্রানীতিতে সামগ্রিকভাবে ০.৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে, যদি মার্কিন প্রতিশোধমূলক শুল্কের প্রভাব প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে আরবিআই মুদ্রানীতির ক্ষেত্রে আরও শিথিল হতে পারে।’ আরবিআই-এর মুদ্রানীতি কমিটির আগামী ২০২৫-২৬ অর্থবছরে ছয়টি সভা হবে। প্রথম সভাটি ৭ থেকে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
রেটিং এজেন্সিটি বলেছে, “ইন্ডিয়া রেটিংস আশা করছে যে ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য মুদ্রানীতি পর্যালোচনা সভায় মুদ্রানীতি কমিটি (এমপিসি) নীতিগত হারে ০.২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত নিতে পারে।” উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আরবিআই দীর্ঘদিন ধরে মূল নীতিগত হার রেপোতে কোনও পরিবর্তন করেনি। কেন্দ্রীয় ব্যাংক মে, ২০২২ থেকে ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে নীতিগত হার ২.৫০ শতাংশ বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে, রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়। ইন্ডিয়া রেটিং আশা করছে যে ২১টি ত্রৈমাসিকের ব্যবধানের পর ২০২৪-২৫ অর্থবছরের মার্চ প্রান্তিকে খুচরা মুদ্রাস্ফীতি চার শতাংশের নিচে নেমে আসবে। এটি আশা করছে যে RBI ২০২৫-২৬ অর্থবছরে তিনবার নীতিগত হার মোট ০.৭৫ শতাংশ কমাবে। ইন্ডিয়া রেটিং জানিয়েছে, “২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরবর্তী নীতিগত হার কমানোর মাধ্যমে সামগ্রিক রেপো রেট কমানোর পরিমাণ ১ শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।” এর ফলে রেপো রেট ৫.৫ শতাংশে এবং গড় মুদ্রাস্ফীতি প্রায় চার শতাংশে পৌঁছাবে। অর্থাৎ, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রকৃত রেপো রেট হবে ১.৫ শতাংশ।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.