RBI Repo Rate: ফের সুদের হার কমাল RBI, গাড়ি-বাড়ির ঋণে মোটা ছাড় পাবেন গ্রাহকরা | RBI Cuts Repo Rate Again
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। নতুন অর্থবর্ষ শুরু হতেই আবারও রেপো রেট কমাল RBI। সূত্রের খবর, নতুন আর্থিক বছরের প্রথম অর্থনীতি কমিটির বৈঠকে সুদ সংক্রান্ত বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
এদিন বৈঠক শেষে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন, গত ফেব্রুয়ারিতে রেপো রেট কমিয়ে 6.25 শতাংশ করা হয়েছিল। এবার তা আরও 25 বেসিস পয়েন্ট কমিয়ে একেবারে 6 শতাংশ করা হল। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন RBI প্রধান।
শেষ বারের মতো গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছিল RBI। বলে রাখি, প্রায় 5 বছর পর রেপো রেট কমানোর সিদ্ধান্ত ছিল এটাই প্রথম। তবে নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই দুমাস পর ফের 25 বেসিস রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রেপো রেট আসলে সেই সুদের হার যা সাধারণত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির কাছ থেকে আদায় করে RBI। এবার সেই রেপো রেট অর্থাৎ সুদের হার কমায় স্বাভাবিকভাবেই ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমিয়ে দেবে। যার জেরে গ্রাহকদেরও লোনের মোটা অঙ্কের মাসিক কিস্তি কম গুনতে হবে।
ফলত, বলাই যায় RBI যেহেতু ফের রেপো রেট কমিয়েছে, তার প্রভাব গাড়ি, বাড়ি কিংবা অন্যান্য ক্ষেত্রের মাসিক ঋণের কিস্তিতেও পড়বে। আশা করা যায়, খুব শীঘ্রই ঋণের মাসিক কিস্তি অনেকটাই কমাবে ব্যাঙ্কগুলি।
অবশ্যই পড়ুন: ৪ কারণে ঘরের মাঠেও KKR-কে জেতাতে পারলেন না রাহানে
রেপো রেট কমানোর পাশাপাশি নতুন অর্থবর্ষ অর্থাৎ 2025-26 বছরে জিডিপি বৃদ্ধির হার ঠিক কত হতে পারে সে বিষয়েও একটা স্পষ্ট ধারণা দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। RBI প্রধান জানান, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি প্রায় 6.5 শতাংশ হারে বাড়তে পারে।
হিসেবটা প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রে 6.5 শতাংশ। তবে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে 6.7 শতাংশ। যদিও RBI গভর্নর মালহোত্রা বলেছেন, একেবারে চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে 6.3 শতাংশে দাড়াতে পারে।
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং…
সহেলি মিত্র, কলকাতা: দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিরাট বদল ঘটতে চলেছে। আর এই বদল ঘটবে আগামী…
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পরিপ্রেক্ষিতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্পষ্ট করেছে যে পুরনো…
হরিয়ানভি সঙ্গীতের মঞ্চে আবারও আলোচনায় এলেন আরসি উপাধ্যায়। তার সাম্প্রতিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে যত্ন নিয়ে নিজে হাতে গড়েছিলেন ভারতীয়…
This website uses cookies.