RBI Repo Rate: মধ্যবিত্তদের জন্য সুখবর! হোম লোনের EMI এবার হবে হাফ? চমক দেখাবে RBI | Reserve Bank Of India Repo Rate
সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরের শেষে ভারতের অর্থনীতিতে বড়সড় চমক দিতে পারে রিজার্ভ ব্যাংক। সূত্র বলছে, রিজার্ভ ব্যাংক আবারও রেপো রেট (Repo Rate) কমানোর পথে হাঁটছে। সবথেকে বড় ব্যাপার, এবার রেপো রেট কমে দাঁড়াতে পারে মাত্র ৫.৫ শতাংশে, যা এখন ৬.২৫ শতাংশ দাঁড়িয়ে রয়েছে। আর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তাহলে এটি হবে ২০২২ সালের আগস্ট মাসের পর তিন বছরের মধ্যে সর্বনিম্ন রেপো রেট।
এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে তারা দেশের পাঁচজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছে এবং সকলেই রেপো রেট কমার সম্ভাবনাকে সবুজ সংকেত দিয়েছে।
রেপো রেট সাধারণত তখনই কমে, যখন মুদ্রাসনীতির হার কম থাকে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায়। আর এই মুহূর্তে আমরা একটু খতিয়ে দেখলে দেখতে পাব দুই ক্ষেত্রেই রিজার্ভ ব্যাংকের হাতে রেপো রেট কমানোর সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, এবার মুদ্রানীতি কমিটির প্রধান লক্ষ্য হবে রেপো রেট কমানো। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর এখন সবথেকে বড় ঝুঁকি থেকে যাচ্ছে।
এদিকে ভারতীয় স্টেট ব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, যদি বর্তমানে মুদ্রাস্ফীতির পূর্বাভাস ঠিকঠাক থাকে, তাহলে ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই রিটেল ইনফ্লেশন ৪% এর নীচে নেমে আসতে পারে। গত ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের নীচে ছিল, যা তখন ইতিবাচক ইঙ্গিত দিচ্ছিল।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে ঠেকেছে, যা ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বড়সড় ভূমিকা রাখছে। তবে সম্প্রতি ভারতের ব্যাংকিং ব্যবস্থায় লিকুইডিটির ঘাটতি মারাত্মক ছিল। আর জানুয়ারি ২০২৫-এর সেই ঘাটতি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক ডলার কেনার মাধ্যমে বাজারে রুপির সরবরাহ কিছুটা বাড়িয়ে এই সংকট তখন সামাল দিতে সক্ষম হয়।
যদি রেপো রেট কমানো হয়, তাহলে সব থেকে বেশি সুবিধা রিয়েল এসেস্ট, এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। কারণ এপ্রিলের MPC মিটিং-এ ২৫ বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে। আর এতে হোম লোনের EMI কমবে। ফলে মধ্যবিত্তদের জন্য এখন বাড়ি কেন আরো সহজ হয়ে উঠবে। পাশাপাশি সুদের হার কমায় বায়ার ও ইনভেস্টরের আগ্রহ আরো বাড়বে। ফলে হাউসিং মার্কেটের চাহিদাও আকাশছোঁয়া হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার মুদ্রাস্ফীতির চেয়ে অর্থনৈতিক বৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে, তা সবার কাছেই স্পষ্ট। রেপো রেট কমলে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বরং ব্যবসা-বাণিজ্য, শিল্পক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে। একদিকে ইএমআই কমবে, আবার অন্যদিকে বাড়বে বিনিয়োগ ও উৎপাদন। এখন ৯ই এপ্রিল বৈঠকে স্পষ্ট হবে আরবিআই কোন পথে হাঁটে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.