লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

RBI Repo Rate: ফের সুদের হার কমাল RBI, গাড়ি-বাড়ির ঋণে মোটা ছাড় পাবেন গ্রাহকরা | RBI Cuts Repo Rate Again

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। নতুন অর্থবর্ষ শুরু হতেই আবারও রেপো রেট কমাল RBI। সূত্রের খবর, নতুন আর্থিক বছরের প্রথম অর্থনীতি কমিটির বৈঠকে সুদ সংক্রান্ত বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এদিন বৈঠক শেষে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন, গত ফেব্রুয়ারিতে রেপো রেট কমিয়ে 6.25 শতাংশ করা হয়েছিল। এবার তা আরও 25 বেসিস পয়েন্ট কমিয়ে একেবারে 6 শতাংশ করা হল। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন RBI প্রধান।

READ MORE:  IndusInd Bank Crisis: গরমিলের পর IndusInd ব্যাঙ্কের বিরুদ্ধে হুইপ জারি RBI এর? মুখ খুলল কর্তৃপক্ষ | RBI On IndusIND

দু মাসের মধ্যে ফের কমল রেপো রেট?

শেষ বারের মতো গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছিল RBI। বলে রাখি, প্রায় 5 বছর পর রেপো রেট কমানোর সিদ্ধান্ত ছিল এটাই প্রথম। তবে নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই দুমাস পর ফের 25 বেসিস রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কিস্তি কমবে গাড়ি-বাড়ির ঋণের?

রেপো রেট আসলে সেই সুদের হার যা সাধারণত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির কাছ থেকে আদায় করে RBI। এবার সেই রেপো রেট অর্থাৎ সুদের হার কমায় স্বাভাবিকভাবেই ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমিয়ে দেবে। যার জেরে গ্রাহকদেরও লোনের মোটা অঙ্কের মাসিক কিস্তি কম গুনতে হবে।

READ MORE:  ATM থেকে টাকা তোলার খরচ বাড়ছে! এবার থেকে কত ফি দিতে হবে? জেনে নিন বিস্তারিত

ফলত, বলাই যায় RBI যেহেতু ফের রেপো রেট কমিয়েছে, তার প্রভাব গাড়ি, বাড়ি কিংবা অন্যান্য ক্ষেত্রের মাসিক ঋণের কিস্তিতেও পড়বে। আশা করা যায়, খুব শীঘ্রই ঋণের মাসিক কিস্তি অনেকটাই কমাবে ব্যাঙ্কগুলি।

অবশ্যই পড়ুন: ৪ কারণে ঘরের মাঠেও KKR-কে জেতাতে পারলেন না রাহানে

ভবিষ্যতে জিডিপির হার কত হতে পারে? জানালেন RBI গভর্নর

রেপো রেট কমানোর পাশাপাশি নতুন অর্থবর্ষ অর্থাৎ 2025-26 বছরে জিডিপি বৃদ্ধির হার ঠিক কত হতে পারে সে বিষয়েও একটা স্পষ্ট ধারণা দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। RBI প্রধান জানান, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি প্রায় 6.5 শতাংশ হারে বাড়তে পারে।

READ MORE:  বিরাট ক্ষমতা পাচ্ছে LIC, নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র সরকার

হিসেবটা প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রে 6.5 শতাংশ। তবে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে 6.7 শতাংশ। যদিও RBI গভর্নর মালহোত্রা বলেছেন, একেবারে চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে 6.3 শতাংশে দাড়াতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.