Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন
আপনি যদি হোলিতে নতুন ফোন কিনতে চান তাহলে সুখবর। আসলে Realme হোলি উপলক্ষে স্মার্টফোনে বাম্পার অফার দিচ্ছে। ক্রেতারা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোর থেকে সেলের অফারগুলি পাওয়া যাবে। সম্প্রতি লঞ্চ হওয়া Realme 14 Pro সিরিজ এবং P3 সিরিজ থেকে শুরু করে Realme 13 সিরিজ, Realme 70 Turbo, GT 6T, এবং GT 7 Pro এর মতো স্মার্টফোনগুলি এই সেলে লোভনীয় অফার পাওয়া যাবে। ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে এই সেল।
রিয়েলমি হোলি সেল চলাকালীন, Realme 14 Pro সিরিজের দাম শুরু হবে ২২,৯৯৯ টাকা থেকে এবং Realme 13 সিরিজ ১৫,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। Realme GT 6T এর দাম হবে ২৪,৯৯৯ টাকা থেকে এবং GT 7 Pro এর দাম সেলে রাখা হয়েছে ৫২,৯৯৯ টাকা। আসুন সেলে আর কোন কোন মডেল কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলমি ৭০ টার্বো এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এর সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে, যারপর এটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।
এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এর সাথেও ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে, যারপর এটি ১৫,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
আবার ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন সহ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।
রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৫২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
আবার এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৫,৯৯৯ টাকার পরিবর্তে ৫৭,৯৯৯ টাকায় কেনা যাবে।
রিয়েলমি হোলি সেলে রিয়েলমি জিটি ৬টি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩২,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯টাকারয় পাওয়া যাবে।
আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অফারের পর ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
রিয়েলমি ১৩ ৫জি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
রিয়েলমি ১৩ প্লাস ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২২,৯৯৯ টাকার বদলে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৪,৯৯৯ টাকা দাম হলেও সেলে ২২,৯৯৯ টাকায় কেনা যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.