Realme সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফোন আনছে, ভ্যালেন্টাইনস ডে’র আগেই লঞ্চ
Reallme GT 7 Pro Racing Edition স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ অবশেষে প্রকাশ হয়েছে। তরুণ গেমারদের জন্য একটি হাই-পারফরম্যান্স ফোন হতে চলেছে এটি। বিদ্যমান Realme GT 7 Pro-র ডাউনগ্রেড ভার্সন হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। আবার এও শোনা যাচ্ছে যে OnePlus Ace 5 Pro-কে টপকে Snapdragon 8 Elite চিপসেটের সবচেয়ে সস্তা ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে নতুন মডেলটি।
রিয়েলমি তাদের অফিসিয়াল পোস্টারে ডিভাইসটির ডিজাইন ও কালার অপশনগুলি প্রকাশ করেছে। এটি ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ স্থানীয় সময় সকাল ১০টায় লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। Realme GT 7 Pro Racing এডিশনের স্টার ট্রেইল টাইটানিয়াম ভেরিয়েন্ট গ্রে/ব্ল্যাক কালার স্কিমে উপলব্ধ হবে, যেখানে নেপচুন এক্সপ্লোরেশন সংস্করণে ভাইব্রান্ট ব্লু গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল রয়েছে।
রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনের অফিসিয়াল স্পেসিফিকেশন এখনও অজানা। তবে বিভিন্ন লিক ও সার্টিফিকেশন লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এতে ১.৫কে রেজোলিউশন-সহ ৬.৭৮ ইঞ্চি, ৮টি এলটিপিও ডিসপ্লে থাকবে বলে দাবি করা হচ্ছে। ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে।
ডিভাইসটিকে শক্তি সরবরাহ করবে কোয়ারকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ফাঁস হওয়া আনটুটু স্কোরের স্ক্রিনশটে এটি ৩ মিলিয়নেরও বেশি পয়েন্ট অর্জন করেছে। ফোনটি ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলতে পারে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.