Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন

আপনি যদি হোলিতে নতুন ফোন কিনতে চান তাহলে সুখবর। আসলে Realme হোলি উপলক্ষে স্মার্টফোনে বাম্পার অফার দিচ্ছে। ক্রেতারা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোর থেকে সেলের অফারগুলি পাওয়া যাবে। সম্প্রতি লঞ্চ হওয়া Realme 14 Pro সিরিজ এবং P3 সিরিজ থেকে শুরু করে Realme 13 সিরিজ, Realme 70 Turbo, GT 6T, এবং GT 7 Pro এর মতো স্মার্টফোনগুলি এই সেলে লোভনীয় অফার পাওয়া যাবে। ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে এই সেল।

রিয়েলমি হোলি সেল চলাকালীন, Realme 14 Pro সিরিজের দাম শুরু হবে ২২,৯৯৯ টাকা থেকে এবং Realme 13 সিরিজ ১৫,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। Realme GT 6T এর দাম হবে ২৪,৯৯৯ টাকা থেকে এবং GT 7 Pro এর দাম সেলে রাখা হয়েছে ৫২,৯৯৯ টাকা। আসুন সেলে আর কোন কোন মডেল কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

READ MORE:  Realme P3x 5G Sale: সবচেয়ে সস্তায় Realme এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন, 6000mAh ব্যাটারি সহ আছে 16 জিবি র‌্যাম | Realme P3x 5G Price

Realme 70 Turbo

রিয়েলমি ৭০ টার্বো এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এর সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে, যারপর এটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।

এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এর সাথেও ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে, যারপর এটি ১৫,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

READ MORE:  বাজেটের মধ্যে সেরা ৫ ওয়াটারপ্রুফ স্মার্টফোন, Redmi, Realme থেকে Oppo সব ফোনই পাবেন

আবার ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন সহ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

Realme GT 7 Pro

রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৫২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

আবার এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৫,৯৯৯ টাকার পরিবর্তে ৫৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

Realme GT 6T

রিয়েলমি হোলি সেলে রিয়েলমি জিটি ৬টি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩২,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯টাকারয় পাওয়া যাবে।

আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অফারের পর ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

READ MORE:  Realme Holi Sale: হোলিতে বিরাট সস্তায় Realme Narzo সিরিজের এই স্টাইলিস স্মার্টফোন, ৬৫০০ টাকা পর্যন্ত সস্তা | Realme NARZO 70 Turbo 5G Discount Price

Realme 13 5G

রিয়েলমি ১৩ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Realme 13+ 5G

রিয়েলমি ১৩ প্লাস ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২২,৯৯৯ টাকার বদলে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৪,৯৯৯ টাকা দাম হলেও সেলে ২২,৯৯৯ টাকায় কেনা যাবে।

Scroll to Top