Realme 14 5G: কম দামে ক্রেতাদের খুশি করবে Realme 14 5G, লঞ্চের আগেই প্রচুর তথ্য ফাঁস হয়ে গেল | Realme 14 5G Launch Date
বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম, এই বছরের প্রথম দুই মাসে বিভিন্ন সেগমেন্টে একাধিক স্মার্টফোন বাজারে এনেছে রিয়েলমি। আবার আগামী কয়েক মাসে কী কী মডেল লঞ্চ হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কোম্পানিটি। সংস্থার আসন্ন দুই ফোন Realme 14 5G ও Realme P3 5G খুব শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। এখন অনলাইনে Realme 14 5G-এর মেমরি অপশন এবং রঙের বিকল্পগুলি ফাঁস হয়েছে।
মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Realme 14 5G এর গ্লোবাল সংস্করণ ৮ জিবি র্যাম এবং ১২ জিবি র্যাম ভেরিয়েন্টে উপলব্ধ হবে। উভয় মডেলই স্ট্যান্ডার্ড হিসেবে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ হবে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, রিয়েলমির এই আসন্ন স্মার্টফোন সিলভার, পিঙ্ক এবং টাইটানিয়াম কালার অপশনে পাওয়া যাবে।
উল্লেখ্য, RMX5070 মডেল নম্বর সহ Realme 14 5G ইতিমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ও টিইউভি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এই লিস্টিং থেকে জানা গিয়েছে যে, স্মার্টফোনটিতে Snapdragon 6 Gen 4 চিপসেট, Android 15 অপারেটিং সিস্টেম, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। মজার বিষয় হল বেশ কিছু সূত্রের দাবি, Realme 14 5G আসলে Realme Neo 7x 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ , যার মডেল নম্বর RMX5071।
জল্পনা সত্যি হলে, নতুন এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। এতে ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা সিস্টেম এবং একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। Realme 14 5G এর দাম ১৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। আর টপ ভেরিয়েন্টের দাম ২০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.