লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme 14 5G Launch: বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 4 প্রসেসর চালিত স্মার্টফোন আনছে Realme, থাকবে 6000mAh ব্যাটারি | Snapdragon 6 Gen 4 soc

Published on:

Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে ফোনগুলি গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছে। এবার Realme 14 সিরিজ বিশ্ববাজারে আনার জন্য প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। ইতিমধ্যেই Realme 14 5G-এর ফার্স্ট লুক আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে। আর এখন রিয়েলমি স্মার্টফোনটির প্রসেসর ও ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেছে।

Realme 14 5G ফোনের প্রসেসর ও ব্যাটারি

রিয়েলমি ঘোষণা করেছে যে Realme 14 5G ফোনে Snapdragon 6 Gen 4 চিপসেট থাকবে, যা একে উক্ত চিপসেট যুক্ত বিশ্বের প্রথম হ্যান্ডসেটের দাবিদার করে তুলেছে। কোম্পানি আরও জানিয়েছে, প্রসেসরটি AnTuTu বেঞ্চমার্কে ৮ লক্ষের বেশি পয়েন্ট স্কোর করেছে। ডিভাইসটিতে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা গোটা দিন চালানোর জন্য পাওয়ার সরবরাহ করবে।

READ MORE:  Realme P3 Pro and Realme P3x Launched: Realme P3 Pro ও Realme P3x ভারতে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল | Realme P3 Pro and Realme P3x Price in India

অফিসিয়াল টিজার পোস্টারে সিলভার কালারের এই ফোনটির ডিজাইন প্রদর্শন করেছে কোম্পানি। ব্যাক প্যানেলের আয়তাকার মডিউলে ডুয়াল-ক্যামেরা সেন্সর, এলইডি ফ্ল্যাশ ও একটি অতিরিক্ত কাটআউট রয়েছে। ডানদিকের পাওয়ার বাটনে কমলা অ্যাকসেন্ট থাকার ফলে লুকস আরও স্টাইলিশ লাগছে। উল্লেখ্য, Realme 14 5G রিব্র্যান্ডেড Realme Neo 7x 5G হতে পারে, কারণ উভয় ফোনে একই মডেল নম্বর RMX5071 রয়েছে।

READ MORE:  ৪০০০ টাকা ডিসকাউন্ট, সস্তা iPhone 16e প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার বিরাট সুযোগ

জল্পনা সত্যি হলে, রিয়েলমির আসন্ন এই ফোনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68/IP69 রেটিং, স্টেরিও স্পিকার এবং অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকতে পারে।

READ MORE:  প্রথম সেলে 9499 টাকায় কেনা যাবে এই 64MP Sony ক্যামেরার ফোন, রয়েছে আকর্ষণীয় অফার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.