Realme 14 5G Launched: 512 জিবি স্টোরেজ ও 6,000 এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হল Realme 14 5G | Realme 14 5G Price
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০০০ নিট পিক ব্রাইটনেস এবং AI আই প্রোটেকশন সমর্থন করে।
সুমন পাত্র, কলকাতা: Realme 14 Pro 5G এবং Realme 14 Pro+ 5G বিশ্বব্যাপী লঞ্চ করার পর, এবার সিরিজের বেস মডেল নিয়ে হাজির হল রিয়েলমি। নতুন Realme 14 5G-এর বড় আকর্ষণ হল বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য বৈশিষ্ট্যের IP69 ওয়াটার রেজিট্যান্স, লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম, Pro-XDR ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম উল্লেখযোগ্য। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০০০ নিট পিক ব্রাইটনেস এবং AI আই প্রোটেকশন সমর্থন করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর এবং অ্যাড্রেনো ৮১০ জিপিইউ রয়েছে। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ।
রিয়েলমি ১৪ ৫জি-এর অভ্যন্তরে ৬০৫০ স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার সহ অ্যারোস্পেস কুলিং সিস্টেম আছে। সফটওয়্যারের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড ১৫-এর উপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিনে রান করে এই স্মার্টফোন। এটি দুটি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
Realme 14 5G-এর ব্যাক প্যানেলে সনির ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি সেকেন্ডারি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। সামনের দিকে, এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ক্যামেরা মডিউলে একটি হ্যালো লাইট রয়েছে। ফোনটির ৬,০০০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি বাইপাস চার্জিং সাপোর্টের সাথে আসে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপও রয়েছে।
রিয়েলমি ১৪ ৫জি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। বেস ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ১৩,৯০০ টিবিএইচ, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫, ২০০ টাকা। স্মার্টফোনটি মেকা সিলভার, স্টর্ম টাইটানিয়াম এবং ওয়ারিয়র পিঙ্ক কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।।
সৌভিক মুখার্জী, কলকাতা: হাওড়ার বেলুড় এলাকায় এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার সময় বাড়িতে বসেই ব্যবসা করা যায়। তাও একদম স্বল্প বিনিয়োগে। যদি…
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC।…
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
This website uses cookies.