Realme 14 5G Specification: এপ্রিলের আগেই লঞ্চ হচ্ছে Realme 14 5G, সস্তায় 6000mah ব্যাটারি সহ দারুণ ফিচার্স | Realme 14 5G Launch Date

চীনে উপলব্ধ রিয়েলমির বহু ফোন অন্য দেশগুলিতে রিব্র্যান্ডেড হয়ে অর্থাৎ নাম বদলে বিক্রি হয়। যেমন গত মাসে ড্রাগনের দেশে লঞ্চ হওয়া, Snapdragon 6 Gen 4 চিপসেটের প্রথম ফোন Realme Neo 7x নাম পাল্টে Realme P3 নামে সদ্য ভারতে পা রেখেছে। সংস্থা এখন ঘোষণা করেছে যে, Realme 14 5G আগামী সপ্তাহে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করবে। এটি Realme P3-এর একটি রিব্যাজড ভার্সন হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Realme 14 5G লঞ্চের তারিখ

রিয়েলমি ২৭শে মার্চ থাইল্যান্ডে Realme 14 5G লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। সংস্থার তরফে প্রকাশিত অফিসিয়াল পোস্টার স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন তুলে ধরেছে। এটি দেখতে Realme P3-এর থেকে আলাদা হবে। টিজার ছবি অনুযায়ী, এই ফোন ধূসর, গোলাপী এবং রূপালী রঙে বিক্রি হবে। দাম কেমন হবে সেই সম্পর্কে কোনও তথ্য নেই। উল্লেখ্য, ভারতে Realme P3-এর দাম ১৬,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

READ MORE:  অ্যান্ড্রয়েড ফোনে এবার ৮ বছর ধরে আপডেট, হাত মেলাল Google ও Qualcomm | Android Smartphone get 8 Years Update

Realme 14 5G: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমির এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকতে পারে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও সর্বোচ্চ ২০০০ নিট ব্রাইটনেস সমর্থন করবে। স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর ফোনটিকে শক্তি সরবরাহ করবে। সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিন ইন্সটল করা থাকবে বলে আশা করা যায়।

READ MORE:  Realme Neo 7 SE Launched: শক্তিশালী 7000mah ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল Realme Neo 7 SE | Realme Neo 7 SE Price

ফটোগ্রাফির জন্য, নতুন ফোনটির ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম দেখা যেতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে ১৬ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটিতে ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকার সম্ভাবনা, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

এছাড়া, ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে স্টেরিও স্পিকার, ডুয়াল সিম, ও বিজিএমআই-তে ৯০ এফপিএসে গেমপ্লের জন্য জিটি বুস্ট। আবার হিট ডিসপিসেশন ইউনিট সহ উন্নত কুলিং সিস্টেম এবং IP68/69-রেটেড চ্যাসিস জল ও ধুলো থেকে রক্ষা করে স্থায়িত্ব বৃদ্ধি করবে।

READ MORE:  Realme Narzo 80 Pro Ram: ফোনের জায়গা নিয়ে চিন্তার দিন শেষ! বিশাল স্টোরেজ থাকবে Realme-র নতুন স্মার্টফোনে | Realme Narzo 80 Pro Storage

Scroll to Top