Realme 14 Pro 5G Discount: 6000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরার Realme 14 Pro 5G ফোনে তাগড়া ডিসকাউন্ট | Realme 14 Pro 5G Price

রিয়েলমির নতুন নম্বর সিরিজের ফোন‌ শীঘ্রই বাজারে আসবে। তার আগে পুরানো সিরিজের স্মার্টফোনগুলি বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যেমন আপনি অনেক কম দামে এখন কিনে নিতে পারবেন Realme 14 Pro 5G ডিভাইসটি। ই-কমার্স সাইট অ্যামাজন এর ফোনের উপর বিশেষ ডিল দিচ্ছে। আর ফিচারের কথা বললে, রিয়েলমির এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা।

Realme 14 Pro 5G অনেক সস্তায় কেনার দারুন সুযোগ

রিয়েলমি ১৪ প্রো ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে এটি অ্যামাজনে এখন ২১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হ্যান্ডসেটটির ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি সুয়েড গ্রে, জয়পুর পিঙ্ক এবং পার্ল হোয়াইট কালার অপশনে এসেছে।

READ MORE:  ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারির Realme 14 Pro 5G ফোন এখন আরও সস্তায়

রিয়েলমি ১৪ প্রো ৫জি এর সাথে অন্যান্য অফারের কথা বললে, স্মার্টফোনটি বর্তমানে ১,৫০০ টাকা ছাড়ে অ্যামাজন থেকে কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ও ফেডারেল ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা এই সুবিধা পাবে। নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের সাথেও কেনা যাবে।

Realme 14 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১৪ প্রো ৫জি স্মার্টফোনের ডিসপ্লে সাইজ ৬.৭৭ ইঞ্চি। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৪০০ নিটস পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাস স্ক্রিন সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ২টি ন্যানো সিম কার্ড স্লট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে।

READ MORE:  Realme Neo 7 SE ও Realme Neo 7x লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 7000mah ব্যাটারি! | Realme Neo 7x 7 SE Launch Date

Realme 14 Pro 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ভালো ফটোগ্রাফির জন্য রিয়ার ক্যামেরা পোর্ট্রেট, নাইট, প্রো, প্যানো, মুভি, স্লো-মো, লং এক্সপোজার, ডুয়াল-ভিউ ভিডিও, টাইম-ল্যাপস, ডক স্ক্যানার, হাই-রেজ, গুগল লেন্স, স্ট্রিট, টিল্ট-শিফট, আন্ডারওয়াটার এবং স্টারি মোড সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Flipkart OMG Sale: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এই ফিচারে ঠাসা 5G ফোন মাত্র ১০৯৯৯ টাকায় কেনার সুযোগ | POCO X6 Neo 5G Price Offer

Scroll to Top